Jharkhand Trust Vote: এক সোরেন জেলে, আরেক সোরেন কি পারবেন আস্থা রাখতে? ঝাড়খণ্ডে আজ লিটমাস পরীক্ষা

Jharkhand: ৬০০ কোটির জমি দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। গ্রেফতারির আগের মুহূর্তেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। গ্রেফতার হওয়া সত্ত্বেও আজ আস্থাভোটে অংশ নেবেন হেমন্ত সোরেন।

Jharkhand Trust Vote: এক সোরেন জেলে, আরেক সোরেন কি পারবেন আস্থা রাখতে? ঝাড়খণ্ডে আজ লিটমাস পরীক্ষা
চম্পাই সোরেন।Image Credit source: ANI
Follow Us:
| Updated on: Feb 05, 2024 | 9:18 AM

রাঁচী: ৬০০ কোটির জমি দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemant Soren)। গ্রেফতারির আগের মুহূর্তেই তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার বদলে রাজ্যের নতুন মুখ্য়মন্ত্রী হয়েছেন চম্পাই সোরেন (Champai Soren)। তবে এখনও পরীক্ষা অনেক বাকি। আজ, সোমবার ঝাড়খণ্ডে হতে চলেছে আস্থাভোট (Trust Vote)। সরকার ধরে রাখার ক্ষমতা রয়েছে কি না, তা প্রমাণ করতে হবে চম্পাই সোরেনকে।

হেমন্ত সোরেনের গ্রেফতারির পর থেকেই সরকার ভাঙার ভয় পাচ্ছে শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। ঘোড়া কেনাবেচা রুখতেই দলের বিধায়কদের সরিয়ে হায়দরাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। রবিবারই ঝাড়খণ্ডে ফেরেন জেএমএম বিধায়করা। আজ আস্থাভোট হবে বিধানসভায়।

৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় একটি আসন ফাঁকা রয়েছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য ৪১টি আসনের দরকার। শাসক জোট ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও রাষ্ট্রীয় জনতা দলের মোট ৪৭ জন বিধায়ক রয়েছে। পাশাপাশি সিপিআই(ওমওল)-র এক বিধায়কেরও সমর্থন রয়েছে। অন্যদিকে, বিজেপির কাছে ২৫ জন বিধায়ক রয়েছে। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের তিনজন বিধায়ক রয়েছে। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ও সিপিআই(এমএল)(এল)-র একজন করে বিধায়ক রয়েছে। নির্দল বিধায়ক রয়েছেন তিনজন।

গ্রেফতার হওয়া সত্ত্বেও আজ আস্থাভোটে অংশ নেবেন হেমন্ত সোরেন। বিশেষ পিএমএলএ কোর্ট হেমন্ত সোরেনকে অনুমতি দিয়েছেন আস্থাভোটে অংশ নেওয়ার জন্য।