AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lizard in Ice-Cream: আইসক্রিমের ভিতরে টিকটিকি! প্রথম কামড়টা বসাতেই ভয়ে সিঁটিয়ে গেল নাবালক

Lizard in Ice-Cream: যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জড়ো হয় প্রতিবেশিরা। ঘেরাও করা হয় সেই আইসক্রিম বিক্রেতাকে। উত্তেজিত জনতাকে তিনি বলেন, যেহেতু আইসক্রিমটি কারখানায় তৈরি হয়, তাই এর সঙ্গে তার কোনও যোগ নেই।

Lizard in Ice-Cream: আইসক্রিমের ভিতরে টিকটিকি! প্রথম কামড়টা বসাতেই ভয়ে সিঁটিয়ে গেল নাবালক
Image Credit source: X | Getty Image
Follow Us:
| Updated on: Jun 10, 2025 | 9:28 AM

অমৃতসর: আইসক্রিমের ভিতরের অংশে দেখা যাচ্ছে একটা ছোট্ট মাথা। গরমের দিনে ঠান্ডার আমেজ নিতে গিয়ে তা প্রথম চোখে পড়ে পঞ্জাবের লুধিয়ানার এক নাবালকের। তড়িঘড়ি ছুটে যায় নিজের ঠাকুমার কাছে। দেখায়, আইসক্রিমের ভিতর থেকেই উঁকি মারছে একটা ছোট্ট দেহ। তারপরেই বিপত্তি।

সোমবার লুধিয়ানার সুন্দরনগরে ঘটে এই কাণ্ড। স্থানীয় এক পথবিক্রেতার থেকে ২০ টাকা দামের চকো বার আইসক্রিম কেনে এক নাবালক। কোম্পানির নাম মিল্ক বেল। প্রথম কামড়ে আইসক্রিমটা একটু ভাঙতেই তার ভিতরে দেখা মেলে একটা ছোট্ট মরদেহের। ভয় পেয়ে তড়িঘড়ি নিজের ঠাকুমার কাছে ছুটে যায় সেই নাবালক। তারপর আইসক্রিমটা ভাঙতেই বেরিয়ে আসে একটা টিকটিকির দেহ।

যা ঘিরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। জড়ো হয় প্রতিবেশিরা। ঘেরাও করা হয় সেই আইসক্রিম বিক্রেতাকে। উত্তেজিত জনতাকে তিনি বলেন, যেহেতু আইসক্রিমটি কারখানায় তৈরি হয়, তাই এর সঙ্গে তার কোনও যোগ নেই।

সেই বিক্রেতার কথা মেনেও নেয় স্থানীয়রা। কারখানা থেকে তৈরি হয়ে আসা জিনিসে গলদ থাকলে, তার দায়টাই বা কী? কিন্তু গলদ রয়েছে এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও শোধরায় না সেই বিক্রেতা। পরদিন আবার তাকে দেখা যায় নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে সেই কোম্পানির আইসক্রিম বিক্রি করছেন তিনি, এমনটাই জানাচ্ছে স্থানীয় সূত্র মারফৎ।

অন্যদিকে, শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। আইসক্রিমটি একটু হলেও খাওয়ার ফলে অসুস্থ বোধ করছিল সে। পরিস্থিতি সামাল দিতে তখনই তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরেই সুস্থ হয়ে ওঠে নাবালক। গোটা ঘটনায় ইতিমধ্যে হস্তক্ষেপ করেছে জেলা স্বাস্থ্য কেন্দ্র। আইসক্রিমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে তারা। আইসক্রিম প্রস্তুতকারী সংস্থার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপের তথ্য মেলেনি।