Lok Sabha Election 2024: ‘বোরখা’য় সন্দিহান বিজেপি কমিশনের দ্বারস্থ, কী চাইছে গেরুয়া শিবির?

Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচন ২০২৪-এর পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বিক্ষিপ্তভাবে ভুয়ো ভোট বা বুথ দখলের অভিযোগ উঠেছে। তবে, তার সংখ্যা খুব বেশি নয়। এরই মধ্যে বোরখা পরা মহিলা ভোটারদের সঠিকভাবে পরিচয় যাচাইকরণের দাবি জানাল বিজেপি।

Lok Sabha Election 2024: বোরখায় সন্দিহান বিজেপি কমিশনের দ্বারস্থ, কী চাইছে গেরুয়া শিবির?
বোরখা পরাদের সঠিক যাচাই চাইছে বিজেপিImage Credit source: PTI

May 23, 2024 | 2:23 PM

নয়া দিল্লি: লোকসভা নির্বাচন ২০২৪-এর পাঁচ দফার ভোটগ্রহণ হয়ে গিয়েছে। বিক্ষিপ্তভাবে ভুয়ো ভোট বা বুথ দখলের অভিযোগ উঠেছে। তবে, তার সংখ্যা খুব বেশি নয়। এরই মধ্যে বোরখা পরা মহিলা ভোটারদের সঠিকভাবে পরিচয় যাচাইকরণের দাবি জানাল বিজেপি। বুধবার (২২ মে), এই বিষয়ে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করেন বিজেপি বিধায়ক অজয় মহাওয়ার, মোহন সিং বিস্ত, বিজেপির রাজ্য সম্পাদক কিষাণ শর্মা এবং আইনজীবী নীরজ গুপ্তা। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে তাঁরা একটি স্মারকলিপি জমা দেন। দিল্লিতে ভোটের সময়, বোরখা পরা মহিলা ভোটারদের পরিচয় ভালভাবে যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা। প্রসঙ্গত, শনিবার (২৫ মে), দিল্লিতে ভোটগ্রহণ করা হবে।

অজয় মহাওয়ার বলেছেন, “যারা বোরখা বা ফেস মাস্ক পরে ভোট দিতে আসেন, সম্পূর্ণ তদন্তের পরই তাদের ভোট দেওয়ার অনুমতি দেওয়া উচিত। কোনও মহিলা অফিসার বা মহিলা পুলিশ অফিসারের উচিত বোরখা তুলে তাদের মুখ পরীক্ষা করা।” তিনি আরও জানিয়েছেন, দিল্লির ভোটে, দিল্লি এবং প্রতিবেশী রাজ্যগুলি থেকে প্রচুর জাল ভোটার ভোট দিতে পারে বলে আশঙ্কা করছে বিজেপি। এই কারচুপি আটকাতেই এই পদক্ষেপ করার দাবি জানাচ্ছেন তাঁরা। বিজেপি বিধায়ক আরও জানান, এই বিষয়ে সম্ভাব্য সর্বোত্তম আইনি বিকল্পগুলি বিবেচনা করবেন তাঁরা বলে, আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই সঙ্গে বিজেপির প্রতিনিধিদলকে তিনি জানিয়েছেন, যে কোনও ধরনের জাল ভোটদান প্রতিরোধ করার চেষ্টা করবে কমিশন।

প্রসঙ্গত, চতুর্থ দফার ভোটগ্রহণের সময়, হায়দরাবাদের একটি বুথে মুসলিম মহিলা ভোটারদের বোরখা তুলে তাদের পরিচয় যাচাই করে, বিতর্কে জড়ান সেখানকার বিজেপি প্রার্থী মাধবী লতা। তাঁর একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ভিডিয়োতে দেখা গিয়েছিল, বুথের ভিতরেই মুসলিম মহিলাদের তাঁদের বোরখা সরাতে বলছেন বিজেপি প্রার্থী। বুথের ভিতরে কোনও প্রার্থী এই কাজ করতে পারেন কিনা, সেই প্রশ্ন উঠেছিল। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর, এই বিষয়ে ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন। মাধবী লতার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে কমিশন।