নয়া দিল্লি: ৭ মে, লোকসভা নির্বাচন ২০২৪-এর তৃতীয় দফার ভোট গ্রহণ। তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে – মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ। প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ১৯ এপ্রিল। ২০ এপ্রিল হবে স্ক্রুটিনি আর ২২ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। চারটি কেন্দ্রের একটিও তফসিলি জাতি বা উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।
২০১৯ সালের নির্বাচনে মালদা উত্তর কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি আর মালদা দক্ষিণে কংগ্রেস। জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ কেন্দ্রটিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস।
মালদা কেন্দ্রটি পরিচিত প্রবাদপ্রতীম কংগ্রেস নেতা গনি খান চৌধুরীর জন্য। তবে, ২০১৯-এ মালদা উত্তর কেন্দ্রে, তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হওয়া গনি পরিবারের সদস্য, মৌসম নুরকে হারিয়ে দিয়েছিলেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু। এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তিনিই। মালদা দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী করেছে ইংলিশ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীকে। গত বারও এই কেন্দ্রে তিনিই বিজেপি প্রার্থী ছিলেন। অল্প ভোটে হারেন। জঙ্গিপুরের বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ আর মুর্শিদাবাদে গৌরিশঙ্কর সেন।
জঙ্গিপুর ও মুর্শিদাবাদ থেকে তৃণমূল কংগ্রেস, গতবারের দুই জয়ী প্রার্থী, অর্থাৎ যথাক্রমে খলিলুর রহমান এবং আবু তাহের খানকেই ফের প্রার্থী করেছে। মালদা উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং দক্ষিণের শাহনওয়াজ আলি রাইহান।
মালদা উত্তর,দক্ষিণ এবং জঙ্গিপুরে ইন্ডিয়া জোটের হয়ে প্রার্থী দিয়েছে কংগ্রেস। আর মুর্শিদাবাদে প্রার্থী দিয়েছে সিপিআইএম। মালদা উত্তরের কংগ্রেস প্রার্থী, প্রাক্তন বিধায়ক মোস্তাক হোসেন। মালদা দক্ষিণের কংগ্রেস প্রার্থী গনি পরিবারের ইশা খান চৌধুরী আর জঙ্গিপুরে হাত শিবিরের প্রার্থী হয়েছেন মোর্তাজা হোসেন। মুর্শিদাবাদে সিপিআইএম প্রার্থী দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বঙ্গে এমনিতে বাম-কংগ্রেসের সঙ্গেই জোটে আছে আইএসএফ। তবে, মালদা উত্তর এবং মুর্শিদাবাদেও প্রার্থী দিয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই দুই কেন্দ্রে তাদের প্রার্থী যথাক্রমে মহম্মদ সোহেল এবং হাবিব শেখ।