Loksabha Election 2024: কঙ্গনা নয়, মুম্বই থেকে বিজেপির টিকিটে লোকসভা নির্বাচনে লড়তে পারেন এই বিখ্যাত বলি নায়িকা
Loksabha Election 2024: লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে পারেন এক বিখ্যাত অভিনেত্রী। অভিনেত্রীকে মুম্বইয়ের পশ্চিম শহরতলির কোনও জায়গা থেকে প্রার্থী করা হতে পারে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি।

মুম্বই: অভিনেতাদের নেতা হওয়া কোনও নতুন বিষয় নয়। অর্থ, খ্যাতি এবং জনপ্রিয়তা অর্জনের পর, অনেক অভিনেতাই রাজনীতিতে আসেন। হেমা মালিনী, রাজ বব্বর, জয়া বচ্চন, ধর্মেন্দ্র, সানি দেওল, উর্মিলা মার্তন্ডক, আমাদের রাজ্যে দেব – নামের তালিকাটা দীর্ঘ। অনেক সময়ই এই অভিনেতাদের জনপ্রিয়তাকে কাজে লাগাতে, লোকসভা বা বিধানসভা নির্বাচনের টিকিট দেয় রাজনৈতিক দলগুলি। অনেক ক্ষেত্রেই অভিনয় জগতের জনপ্রিয়তার এবং ভাবমূর্তির জোরে জিতেও যান অভিনেতারা। এবার সেই তালিকাতেই যুক্ত হতে পারে আরও এক গ্ল্যামারাস অভিনেত্রীর নাম। সব কিছু ঠিক থাকলে মুম্বইয়ের পশ্চিম শহরতলির কোনও জায়গা থেকে তাঁকে লোকসভা নির্বাচনের টিকিট দিতে পারে বিজেপি।
অনেক সময়ই কোনও নির্বাচনী এলাকায়, কোনও রাজনৈতিক দল দেখে যে তাদের জয় নিশ্চিত নয়। সেই সময়ই তারা কোনও সেলিব্রিটিরি ভাবমূর্তি ও তার জনপ্রিয়তাকে কাজে লাগানোর চেষ্টা করে। সেলেব প্রার্থীকে নিয়ে ব্যাপক আলোচনা হয় সংবাদমাধ্যমে। ভোটাররাও অনেক ক্ষেত্রেই সেই সেলিব্রিটির গ্ল্য়ামারের জোরেই তাঁকে ভোট দেন। নির্বাচনে জেতার পর, অনেক অভিনেতা-রাজনীতিবিদ সেই সুযোগকে সদ্ব্যবহার করার চেষ্টা করেন। অভিনয় জীবনের পর রাজনীতিতে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন। প্রয়াত অভিনেতা সুনীল দত্ত যেমন, রাজনীতিতে আসার পর আমৃত্যু রাজনীতির ময়দান থেকে সরেননি। পশ্চিমবঙ্গের অধিকাংশ অভিনেতা-রাজনীতিবিদও এখনও পর্যন্তরাজনীতিতে সক্রিয় রয়েছেন। আবার উল্টো দিকে রয়েছে বলি অভিনেতা গোবিন্দার মতো উদাহরণ। উত্তর মুম্বই থেকে লোকসভা নির্বাচনে জিতেছিলেন, কিন্তু, তারপর আর তার দেখা পাননি এলাকার মানুষ। দ্বিতীয়বার আর টিকিট পাননি, রাজনীতি থেকে সরে গিয়েছেন।
এবার সেই সেলেব-রাজনীতিবিদদের দলে দেখা যেতে পারে আরও এক প্রখ্যাত বলিউড তারকা অভিনেত্রীকে। না, বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা থাকা কঙ্গনা রানাওয়াত নন। রাজনীতিতে আসতে পারেন বলিউডের ‘হট গার্ল’ মাধুরী দীক্ষিত। তাঁর রাজনীতিতে আসা নিয়ে জোর আলোচনা চলছে। শোনা যাচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে মাধুরীকে টিকিট দেবে বিজেপি। মুম্বই বিজেপি এই বিষয়ে কিছু জানাতে রাজি হয়নি। তবে, সূত্রের খবর, পশ্চিম শহরতলির কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি।
বস্তুত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও বিজেপির টিকিটে নির্বাচনে লড়তে পারে মাধুরী বলে, শোনা গিয়েছিল। সেইবার শোনা যাচ্ছিল পুণে আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। কিন্তু, পরে সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছিলেন তাঁর মুখপাত্র। এবার কিন্তু আলোচনা অনেকদূর এগিয়েছে বলে শোনা যাচ্ছে। যদি শেষ পর্যন্ত ভোটে লড়ে জয়ী হন মাধুরী, তিনি কি সুনীল দত্তদের মতো সিরিয়াস রাজনীতিবিদ হবেন, নাকি গোবিন্দার মতো বিষয়টিকে খেলাচ্ছলে নেবেন?





