লখনউ: রাজনীতির কারবারিরা মনে করেন, উত্তর প্রদেশই নির্ধারণ করে দিল্লির মসনদে কে বসবে। যে দল ওই রাজ্য থেকে সবথেকে বেশি আসন পায়, সেই দলই ক্ষমতায় আসে, তথ্য বিশ্লেষণ করে এমনটাই মনে করা হয়। আর এবার ফের সেই উত্তর প্রদেশে ঘটতে চলেছে যোগী-ম্যাজিক। TV9, Polstrat ও People’s Insight -এর সমীক্ষা বলছে, ২০২৪ লোকসভা নির্বাচনে ওই রাজ্যে এবার ৭০টি আসন পেতে চলেছে বিজেপি।
উত্তর প্রদেশে মোট লোকসভা আসনের সংখ্যা ৮০। এটাই দেশের সবথেকে বড় রাজ্য, সবথেকে বেশি লোকসভা কেন্দ্রও রয়েছে এই রাজ্যে। সমীক্ষার তথ্য বলছে, ৮০টি আসনের মধ্যে ৭০টি কেন্দ্রে জয়ী হতে পারে বিজেপি, কংগ্রেস পেতে পারে ১টি আসন, সমাজবাদী পার্টি পেতে পারে ৬টি আসন, আরএলডি ২টি ও আপনা দল ১টি আসন পেতে পারে। বহুজন সমাজবাদী পার্টি কোনও আসন পাবে না বলেই উঠে এসেছে সমীক্ষায়।
অর্থাৎ সমীক্ষার হিসেব বলছে, জোট হিসেবে এই কেন্দ্র থেকে এনডিএ (বিজেপি, আরএলডি ও আপনা দল) পেতে চলেছে ৭৩টি আসন ও ইন্ডিয়া জোট (কংগ্রেস ও সমাজবাদী পার্টি) পেতে পারে মোট ৭টি আসন।
২০১৯ সালের নির্বাচনেও কংগ্রেসের ভাল অবস্থা ছিল না। শুধুমাত্র রায়বেরেলিই এখনও কংগ্রেসের ঘাঁটি হিসেবে চিহ্নিত হয়। তবে এবার মনে করা হচ্ছে ফের গেরুয়ায় ঢাকতে চলেছে উত্তর প্রদেশ। একদিকে রাম মন্দিরের উদ্বোধন, অন্যদিকে উন্নয়ন- এই দুই বিষয়ই এবার হাতিয়ার হতে পারে বিজেপির। বিশ্লেষকরা বলছেন, গো বলয়ে শুধুমাত্র হিন্দুত্বই ফ্যাক্টর নয়। ওই রাজ্যের মানুষ বলছেন, যোগী আদিত্যনাথ যেভাবে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন, যেভাবে রাস্তাঘাটের উন্নতি হয়েছে, তা উল্লেখযোগ্য।