AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air India Plane Crash: নিজেই হেঁটে উঠলেন অ্যাম্বুল্যান্সে! বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতের খোঁজ

Air India Plane Crash: তবে এই সংখ্যা নিয়ে প্রশাসনিক ভাবে কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন দুর্ঘটনার পরেই এই সিভিল হাসপাতালে  ভিড়তে দেখা যায় উদ্বিগ্ন জনতাকে। ঢোকে একের পর এক ঝলসানো দেহ। তারপর সন্ধ্যা হতেই মেলে এই তথ্য।

Air India Plane Crash: নিজেই হেঁটে উঠলেন অ্যাম্বুল্যান্সে! বিমান দুর্ঘটনায় মিলল এক জীবিতের খোঁজ
বিশ্বাস কুমার রমেশImage Credit: X
| Updated on: Jun 12, 2025 | 7:51 PM
Share

আহমেদাবাদ: গোটা দিন ধরে তল্লাশি। আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় খোঁজ মিলল এক আহতের। নাম রমেশ বিশ্বকুমার। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাগ্রস্থ এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ বিমানে চড়েছিলেন তিনি। বিমানবন্দরের অভ্যন্তরীণ সূত্রের মারফৎ  জানা গিয়েছে, বিমানের ১১এ নং আসনে বসেছিলেন তিনি। ভাগ্যের জোরে তিনি এখনও জীবিত। এমনকি, নিজেই হেঁটে উঠেছেন অ্যাম্বুল্যান্সে।

এদিন সংবাদসংস্থা ANI-কে সর্বপ্রথম এই আপাতত একমাত্র জীবিতের কথা জানায় আহমেদাবাদ পুলিশ কমিশনার জিএস মালিক। তিনি সংবাদসংস্থাকে জানান, ‘১১এ আসনে তিনি বসেছিলেন। পুলিশই তার হদিশ পায়। আপাতত তিনি হাসপাতালেই ভর্তি রয়েছেন।’ তবে ইনি একমাত্র জীবিত নাকি আরও কেউ রয়েছে?  এছাড়াও কত জনেরই বা মৃত্যু হয়েছে? সেই নিয়ে প্রশ্ন করা হলে ANI-কে সরাসরি সংখ্যা তুলে কোনও উত্তর দেন না আহমেদাবাদ নগরপাল। বরং তিনি বলেন, ‘মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। কারণ বিমানটি জনবসতি পূর্ণ এলাকায় এসে ভেঙে পড়েছিল।’

উল্লেখ্য, আহমেদাবাদের সিভিল হাসপাতালের অভ্যান্তরীণ সূত্র মোতাবেক খবর, সকাল থেকে যেভাবে দেহ এসেছে। কমপক্ষে ৩১৭ জনের মৃত্যু হয়েছে। তবে এই সংখ্যা নিয়ে প্রশাসনিক ভাবে কোনও বিবৃতি দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন দুর্ঘটনার পরেই এই সিভিল হাসপাতালে  ভিড়তে দেখা যায় উদ্বিগ্ন জনতাকে। ঢোকে একের পর এক ঝলসানো দেহ। তারপর সন্ধ্যা হতেই মেলে এই তথ্য।

অন্যদিকে, এয়ার ইন্ডিয়া যা টাটা গোষ্ঠীর আওতাধীন। এদিন দুর্ঘটনার পর সন্ধ্যা নাগাদ মৃতদের পরিবারের জন্য বিরাট ঘোষণা করে সেই সংস্থা। নিজেদের সমাজমাধ্যমে তারা জানায়, মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ১ কোটি টাকা দেওয়া হবে। পাশাপাশি, যারা আহত হয়েছে, তাদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে টাটা গোষ্ঠী।