LPG price cut: ‘ঐতিহাসিক পদক্ষেপ, রাখির উপহার’, গ্যাসের দাম কমায় উচ্ছ্বসিত গেরুয়া শিবির
LPG price cut: সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে দাম কমছে রান্নার গ্যাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
নয়া দিল্লি: দেশের মা-বোনদের রক্ষাবন্ধনের উপহার। এমনটাই বলছেন বিজেপি নেতারা। মঙ্গলবার (২৯ অগস্ট), গৃহস্থালীর ১৪.২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী মন্ত্রিসভা। ফলে, সিলিন্ডার প্রতি ২০০ টাকা করে দাম কমছে রান্নার গ্যাসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা, কেন্দ্রীয় মন্ত্রিসভার এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন।
रक्षाबंधन का पर्व अपने परिवार में खुशियां बढ़ाने का दिन होता है। गैस की कीमतों में कटौती होने से मेरे परिवार की बहनों की सहूलियत बढ़ेगी और उनका जीवन और आसान होगा। मेरी हर बहन खुश रहे, स्वस्थ रहे, सुखी रहे, ईश्वर से यही कामना है। https://t.co/RwM1a1GIKd
— Narendra Modi (@narendramodi) August 29, 2023
এদিন, রান্নার গ্যাসের দাম কমার বিষয়ে মন্ত্রিসভার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, রাখি এবং ওনাম উপলক্ষ্যে দেশের কোটি কোটি মহিলাকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর ঘোষণার পরই, সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, “রক্ষা বন্ধনের উত্সব আমাদের পরিবারে সুখ বৃদ্ধির দিন। গ্যাসের দাম কমানোর ফলে আমার পরিবারের বোনদের স্বস্তি বাড়বে এবং তাদের জীবন সহজ হবে। প্রত্যেক বোন সুখী হোক, সুস্থ থাকুক, সুখে থাকুক, এটাই ভগবানের কাছে আমার কামনা।”
#WATCH | “PM Modi has decided Rs 200 reduction in the price of domestic LPG cylinders, for all users…this is a gift from PM Narendra Modi, to the women of the country, during the occasion of Raksha Bandhan”, says Union Minister Anurag Thakur pic.twitter.com/QTy6YB0x4u
— ANI (@ANI) August 29, 2023
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, এটা প্রধানমন্ত্রী মোদীর এক ঐতিহাসিক পদক্ষেপ। তিনি আরও জানান, ২০০ টাকা করে ভর্তুকি দেওয়ার পাশাপাশি, উজ্জ্বলা যোজনার আওতায় আরও ৭৫ লক্ষ ঘরে এলপিজি সংযোগ দেবে সরকার। আরেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, এই ‘রাখির উপহারের’ জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সিদ্ধান্তে ১০.৩৫ কোটি সুবিধাভোগী উপকৃত হবেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “এই সিদ্ধান্তে ফের বোঝা গেল, সহানুভূতি এবং ক্ষমতায়ন হল প্রধানমন্ত্রী মোদীর সরকারের দুই প্রধান বৈশিষ্ট্য।”
#WATCH | Union Minister Dharmendra Pradhan on reduction in domestic LPG cylinder price by Rs 200 per cylinder
“Today PM Modi has given a gift to his sisters on Raksha Bandhan. The government has also approved 75 lakh additional Ujjwala connections. This is a historic step by PM… pic.twitter.com/jvHG2HvDd2
— ANI (@ANI) August 29, 2023
#WATCH | On LPG price cut, Uttar Pradesh CM Yogi Adityanath says “It is a historical decision by PM to give subsidy of Rs 200 per gas cylinder and approving 75 lakh additional Ujjwala connections. This will benefit 10.35 crore beneficiaries including more than 1.75 cr… pic.twitter.com/VaH3cXzijc
— ANI (@ANI) August 29, 2023
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানিয়েছেন, গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং নরেন্দ্র মোদীকে তিনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। এটা নারীশক্তিকে মোদীজির উপহার বলে বর্ণনা করেছেন তিনি।