Digvijay Singh’s Car Accident: উল্টোদিক থেকে আসা বাইকে সজোরে ধাক্কা মারল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, তারপরে যা হল…দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো

Car Accident: দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, দ্রুতগতিতে আসছিল দিগ্বিজয় সিংয়ের গাড়ি। ঠিক উল্টোদিক থেকে আসছিল বাইকটি। বাইকটি ট্রাফিক নিয়ম না মেনেই হঠাৎ মোড় ঘোরে। এরপরই মুখোমুখি সংঘর্ষ হয় দিগ্বিজয় সিংয়ের গাড়ির সঙ্গে।

Digvijay Singh's Car Accident: উল্টোদিক থেকে আসা বাইকে সজোরে ধাক্কা মারল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি, তারপরে যা হল...দেখুন ভয়ঙ্কর ভিডিয়ো
দুর্ঘটনার মুহূর্ত।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 10, 2023 | 10:12 AM

ভোপাল: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে ভয়াবহ দুর্ঘটনা। সজোরে একটি বাইককে ধাক্কা মারে মধ্য প্রদেশের  (Madhya Pradesh) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংয়ের (Digvijay Singh) গাড়ি। ধাক্কা খেয়ে শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়েন ওই বাইক চালক । ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্য় প্রদেশের রাজগড়ে। দুর্ঘটনার পরই সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বেরিয়ে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং। তিনি ওই বাইক চালককে উদ্ধার করেন। পরে অন্য একটি গাড়িতে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, দিগ্বিজয় সিংয়ের গাড়ির চালককে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংয়ের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের। দুর্ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন প্রবীণ কংগ্রেস নেতা। দ্রুতগতিতে আসার গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পরই ছিটকে পড়ে যান বাইক চালক রামবাবু বাগরি (২০)। তাঁর মাথায় চোট লাগে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ওই যুবকের অবস্থা স্থিতিশীলই রয়েছে।

ইতিমধ্যেই দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। তাতে দেখা গিয়েছে, দ্রুতগতিতে আসছিল দিগ্বিজয় সিংয়ের গাড়ি। ঠিক উল্টোদিক থেকে আসছিল বাইকটি। বাইকটি ট্রাফিক নিয়ম না মেনেই হঠাৎ মোড় ঘোরে। এরপরই মুখোমুখি সংঘর্ষ হয় দিগ্বিজয় সিংয়ের গাড়ির সঙ্গে। গাড়ি ও বাইক- দুটিই দ্রুতগতিতে আসায় অত্যন্ত জোরে সংঘর্ষ হয়, বাইকচালক ছিটকে শূন্যে ওড়েন এবং তারপরে মাটিতে আছড়ে পড়েন।

দুর্ঘটনার পরে দিগ্বিজয় সিংই প্রথম গাড়ি থেকে নেমে আসেন এবং ছুটে আহত যুবকের কাছে যান। তাঁকে সঙ্গে সঙ্গে জিরাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ভোপালের হাসপাতালে স্থানান্তরিত করা হয় সিটি স্ক্য়ানের জন্য। আহত যুবকের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলেই জানা গিয়েছে। তবে বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।

দুর্ঘটনার পরই স্থানীয় পুলিশ দিগ্বিজয় সিংয়ের গাড়ির চালক আখতার খানকে গ্রেফতার করে এবং গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। পরে বিয়োরার বিধায়কের গাড়িতে করে বাড়ি যান প্রাক্তন মুখ্যমন্ত্রী। পরে দিগ্বিজয় সিং নিজেই সাংবাদিকদের জানান যে ওই যুবকের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করছেন।