Madhya Pradesh league: নজর কাড়ছে মধ্যপ্রদেশ লিগ, বুঝিয়ে দিলেন মহানার্যমন সিন্ধিয়া

Madhya Pradesh league: মধ্যপ্রদেশ লিগ ২০২৪ সালে শুরু হয়। প্রথম বছরেই ক্রিকেটপ্রেমীদের কাছে এই লিগ যথেষ্ট জনপ্রিয় হয়। এক বছরেই দেশের টি-২০ ক্রিকেট লিগগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে মধ্যপ্রদেশ লিগ। গত বছর মধ্যপ্রদেশ লিগে ৫টি টিম খেলেছিল। এবার তা বেড়ে হয়েছে সাত।

Madhya Pradesh league: নজর কাড়ছে মধ্যপ্রদেশ লিগ, বুঝিয়ে দিলেন মহানার্যমন সিন্ধিয়া
মধ্যপ্রদেশ লিগে ফ্র্যাঞ্চাইগুলিকে উৎসাহ দিলেন মহানার্যমন সিন্ধিয়াImage Credit source: TV9 Bangla

Apr 27, 2025 | 10:13 PM

গোয়ালিয়র: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মাঝেই আগ্রহ বেড়েছে মধ্যপ্রদেশ লিগ(MPL) নিয়ে। আইপিএলের মতোই এমপিএল-ও টি-২০ ক্রিকেট লিগ। সাতটি ফ্র্যাঞ্চাইজির দল খেলে। গোয়ালিয়র ডিভিশন ক্রিকেট অ্যাসোসিয়েশন (GDCA) এর আয়োজক। রবিবার সাতটি ফ্র্যাঞ্চাইজি তাদের খেলোয়াড়দের বেছে নিতে ইন্দোরে উপস্থিত হয়েছিল। সেখানে তাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন এমপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মহানার্যমন সিন্ধিয়া। এদিন ৩ মহিলা টিমের খেলোয়াড়ও বেছে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তাদেরও উৎসাহ দিলেন মহানার্যমন সিন্ধিয়া।

মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআইয়ের অনুমোদনে জিডিসিএ আয়োজন করে মধ্যপ্রদেশ লিগের। মধ্যপ্রদেশের সেরা ক্রিকেটাররা এই লিগে অংশ নেন।

এদিন সাতটি পুরুষ টিম তাদের খেলোয়াড়দের বেছে নিতে ইন্দোরে উপস্থিত হয়েছিল। তিনটি মহিলা টিমও এদিন তাদের খেলোয়াড় বেছে নিতে উপস্থিত হয়। প্রত্যেক টিমকে উৎসাহ দেন মহানার্যমন সিন্ধিয়া। মহিলা টিমের উদ্দেশে তিনি বলেন, এবছর তিনটি টিম অংশগ্রহণ করছে। পরের বছর মহিলাদের এই ক্রিকেট লিগে পাঁচটি টিম যাতে অংশ নেয়, সেজন্য পদক্ষেপ করবেন তিনি।

প্রসঙ্গত, মধ্যপ্রদেশ লিগ ২০২৪ সালে শুরু হয়। প্রথম বছরেই ক্রিকেটপ্রেমীদের কাছে এই লিগ যথেষ্ট জনপ্রিয় হয়। এক বছরেই দেশের টি-২০ ক্রিকেট লিগগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে মধ্যপ্রদেশ লিগ। সানরাইজার্সের নতুন তারকা অনিকেত ভার্মা এই লিগে পারফর্ম করেই আইপিএলে সুযোগ পেয়েছেন। এ ছাড়া আশুতোষ শর্মা, রজত পাতিদারের মতো ক্রিকেটারও আইপিএলে খেলছেন। গত বছর মধ্যপ্রদেশ লিগে ৫টি টিম খেলেছিল। এবার তা বেড়ে হয়েছে সাত। আবার মহিলাদের জন্যও এই লিগ শুরু হল। গত বছর ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত লিগ চলেছিল। এবার সেই সময়সীমা বাড়তে চলেছে। মধ্যপ্রদেশ লিগ যে ক্রিকেটপ্রেমীদের নজর কাড়ছে, এদিন নিজের বক্তব্যে বুঝিয়ে দিলেন মহানার্যমন সিন্ধিয়া।