MP Peeing Case: হাতে ধরা সিগারেট, মদ্যপ অবস্থায় প্রস্রাব করলেন আদিবাসীর গায়ে, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত

National Security Act: ভিডিয়োটি ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্তে নামে। কিন্তু ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার রাত ২টো নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

MP Peeing Case: হাতে ধরা সিগারেট, মদ্যপ অবস্থায় প্রস্রাব করলেন আদিবাসীর গায়ে, ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার অভিযুক্ত
আদিবাসীর গায়ে প্রস্রাল করছেন অভিযুক্ত।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2023 | 6:54 AM

ভোপাল: মদ্যপ অবস্থায় এক আদিবাসী ব্যক্তির গায়ে প্রস্রাব করলেন এক ব্যক্তি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। ঘটনাটি প্রশাসনের নজরে আসতেই গ্রেফতার করা হল অভিযুক্ত ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশে। প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় রাস্তার ধারে বসে থাকা অপর এক ব্যক্তির গায়ে প্রস্রাব করে দেন। মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।  মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নির্দেশে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইন বা ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অভিযোগ দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি টলতে টলতে আসছেন। মদ্যপ অবস্থায় তিনি রাস্তার ধারে এক ব্য়ক্তির সামনে এসে দাঁড়ান, তাঁর হাতে সিগারেট ধরা ছিল। রাস্তার ধারে বসেছিলেন দশমত রাভাত নামক এক ৩৬ বছর বয়সী ব্যক্তি। তাঁর গায়েই প্রস্রাব করে দেন প্রবেশ শুক্লা নামক ওই ব্যক্তি।

ভিডিয়োটি ভাইরাল হতেই পুলিশ অভিযুক্তের খোঁজে তদন্তে নামে। কিন্তু ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে মঙ্গলবার রাত ২টো নাগাদ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট, এসসি/এসটি অ্যাক্ট সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী ও মা-বাবাকেও জেরা করা হয়েছে।   এদিকে, যে ব্য়ক্তির উপরে প্রস্রাব করার অভিযোগ উঠেছে, তাঁকে প্রশ্ন করা হলে তিনি ভিডিয়োটি ভুয়ো বলেই দাবি করেন।

এই ঘটনা নিয়ে রাজনীতিও শুরু হয়ে গিয়েছে। অভিযুক্ত ব্যক্তি শাসক দল বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে কংগ্রেস। অন্যদিকে, বিষয়টি জানতে পেরেই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান অভিযুক্তের বিরুদ্ধে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টে অভিযোগ দায়ের করার নির্দেশ দেন।