Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Chandrakant Patil: করোনা নেই, তবুও ভয়ে মুখে ফেস শিল্ড পরে ঘুরছেন বিজেপি নেতা! কেন জানেন?

Chandrakant Patil:পিম্পরি চিনচাওয়াদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল। সেখানেই দেখা যায়,  মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল ফেসশিল্ড পরে রাস্তায় হাঁটছেন।

Chandrakant Patil: করোনা নেই, তবুও ভয়ে মুখে ফেস শিল্ড পরে ঘুরছেন বিজেপি নেতা! কেন জানেন?
মুখে ফেস শিল্ড পরে ঘুরছেন মন্ত্রী।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2022 | 9:39 AM

পুণে: প্রচারে বেরিয়ে বেফাঁস মন্তব্য করেছিলেন। তারপরেই রাস্তায় বেরতেই মুখে ছেটানো হয়েছিল কালি। মুখ কালো হওয়ার পরই শিক্ষা নিয়েছেন। এবার থেকে রাস্তায় বেরলেই মুখে পরে নিচ্ছেন ফেস শিল্ড। মহারাষ্ট্রের মন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির নেতা চন্দ্রকান্ত পাটিলকে দেখা গেল এই রূপে। সম্প্রতিই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মন্ত্রীর মুখে কালি ছেটানো হয়েছিল। পরে সোশ্যাল মিডিয়াতে একই ঘটনার পুনরাবৃত্তি করার হুমকিও দেওয়া হয়। এরপর থেকেই রাস্তায় বের হলে ফেসশিল্ড পরে ঘুরে বেড়াচ্ছেন মন্ত্রী।

শনিবার মহারাষ্ট্রের পিম্পরি চিনচাওয়াদে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল। সেখানেই দেখা যায়,  মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রকান্ত পাটিল ফেসশিল্ড পরে রাস্তায় হাঁটছেন। তাঁকে ঘিরে রয়েছেন কর্মী-সমর্থকরা। এই ছবি সোশ্য়াল মি়ডিয়া হতেই তা ভাইরাল হয়ে যায়। করোনা নয়, মুখে ফের কালি ছেটানোর ভয়েই মন্ত্রী এই ফেস শিল্ড পরে ঘুরছেন বলে দাবি করা হয়।

অন্যদিকে, শনিবারই দুই ব্যক্তিকে আটক করা হয় মহারাষ্ট্রের মন্ত্রীর উপরে কালি ছেটানোর হুমকি দেওয়ার অভিযোগে। পুলিশের তরফে জানানো হয়েছে, বাবা সাহেব অম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের পরই অভিযুক্ত দুই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় চন্দ্রকান্ত পাটিলকে হুমকি দিয়েছিলেন। যে দুইজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন হলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির বিকাশ লোলে। অন্য ব্যক্তি দশরথ পাটিল। সাঙ্ভি পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩ ধারায় (দাঙ্গায় উসকানি দেওয়া) ও ৫০৫(১)(বি) (অশান্তি সৃষ্টি করে এমন মন্তব্য়) ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, আটক হওয়া ওই দুই ব্যক্তি হুমকি দিয়েছিলেন পাওয়ানাথাডি যাত্রায় এলেই চন্দ্রকান্ত পাটিলের উপরে কালি ছুড়ে মারবেন। অন্যদিকে, কোথরুড পুলিশের তরফেও এক ব্য়ক্তিকে আটক করা হয়েছে মন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য।