মুম্বই: লকডাউন সম কড়া কার্ফুর ফল দেখা গিয়েছিল আগের সপ্তাহেই। ধীরে ধীরে কমছিল আক্রান্তের সংখ্যা। কিন্তু সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে চিন্তার কারণ হয়ে উঠেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৭ হাজারেরও বেশি, কিন্তু মৃত্যু হয়েছে প্রায় এক হাজার জনের।
মহারাষ্ট্র স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় কেবল সে রাজ্যেই ৯২০ জনের মৃত্যু হয়েছে, যা এখনও অবধি একদিনে মৃতের সর্বোচ্চ সংখ্যা। এর আগে মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪১৪ জনের, অর্থাৎ একদিনেই এক লাফে দ্বিগুণ সংখ্যক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৭ হাজারেরও বেশি আক্রান্ত হওয়ায় রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪১ হাজার। এরমধ্যে গতকাল মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৭৯ জন, মৃত্যু হয়েছে ৭৭ জনের। পুণেতে ৯ হাজার ৮৪ ন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, গতকালই সুপ্রিম কোর্টের তরফে মহারাষ্ট্র মডেলের প্রশংসা করে দিল্লিকে অক্সিজেন সরবরাহ ও সংক্রমণ নিয়ন্ত্রণ নিয়ে শিক্ষা নিতে বলা হয়। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপেও জানান, ১৫টি জেলা, যেখানে সর্বাধিক সংক্রমণ দেখা যাচ্ছিল, সেখানে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল মুম্বই, নাগপুর, ঔরঙ্গাবাদ, থানে, নাসিক, নাগপুর, লাতুর, অমরাবতী প্রমূখ।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় রেজিনেরন, জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র দিল ভারত