জম্মু: পুলওয়ামা হামলার দ্বিতীয় বর্ষপূর্তিতেই ফের বড়সড় নাশকতার ছক সন্ত্রাসবাদীদের। রবিবার জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ডের কাছেই রাখা ছিল ৭ কেজি বিস্ফোরক। তবে সঠিক সময়েই তথ্য পেয়ে সেই নাশকতার ছক বানচাল করে দেয় পুলিশ।
২০১৯ সালে জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতেই সিআরপিএফ জওয়ানদের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। সেই ঘটনায় ৪০ জন জওয়ান প্রাণ হারান। আজ সেই ঘটনার দ্বিতীয় বর্ষপূর্তিতেই ফের একবার নাশকতার পরিকল্পনা ছিল সন্ত্রাসবাদী সংগঠনের। জম্মুর একটি জনবহুল বাসস্ট্যান্ডের কাছেই রাখা ছিল সাত কেজি আইইডি বিস্ফোরক। তবে গোপন সূত্রে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থানে পৌঁছয় ও সেখান থেকে বিস্ফোরক উদ্ধার করে।
সম্প্রতি জম্মুর কুঞ্জওয়ারি ও সাম্বা জেলার বাড়ি ব্রাহমানা অঞ্চল থেকে দুই শীর্ষ জঙ্গি নেতাকে গ্রেফতার করা হয়। তারপরই এই বিস্ফোরক উদ্ধারের ঘটনায় বড়সড় কোনও নাশকতার পরিকল্পনা ছিল বলেই মনে করছেন আধিকারিকরা।
গতকালই টিআরএফ জঙ্গি সংগঠনের প্রধান নেতা জাহুর আহমাদ রাঠেরকে সাম্বা অঞ্চল থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গতবছর দক্ষিণ কাশ্মীরে একজন বিজেপি নেতা ও এক পুলিশকর্মীর খুনের অভিযোগ ছিল। তার আগে, ৬ ফেব্রুয়ারিও লস্কর-ই-মুস্তাফার শীর্ষ নেতা হিদায়াতুল্লাহ মালিককেও জম্মুর কুঞ্জওয়ারি এলাকা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী।
আরও পড়ুন: গলায় গামছা দিয়ে ‘অসম বাঁচাও যাত্রা’ শুরু রাহুলের, সিএএ নিয়ে কড়া বার্তা কেন্দ্রকে