Mallikarjun Kharge Get Angry: ‘তেরা বাপ ভি…, তু কেয়া বলেগা চুপ!’, সংসদে কেন ক্ষেপে গেলেন খড়্গে?
Mallikarjun Kharge Get Angry: গতকাল ছিল বাজেট অধিবেশনের তৃতীয় দিন। গমগম করছে সংসদের দুই কক্ষ। এর মাঝেই রাজ্যসভা থেকে বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গে।

নয়াদিল্লি: শুরু হয়েছে বাজেট অধিবেশন। যা ঘিরে উত্তাল সংসদের দুই কক্ষ। এবার সেই উত্তেজনা মাঝেই বিতর্কে জড়ালেন রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গে। সংসদে দাঁড়িয়ে বিজেপি সাংসদ করে হুঙ্কার তুলে ‘চুপ’ করালেন তিনি। আর তাতেই তৈরি হয়েছে চাপানউতোর পরিস্থিতি।
ঠিক কী ঘটেছে?
গত ৩১ জানুয়ারি থেকে সংসদে শুরু হয়েছে বাজেট অধিবেশন। আর প্রথম দিন থেকেই বিতর্কে ভরে উঠেছে এই সাংবিধানিক ক্ষেত্র। গতকাল ছিল বাজেট অধিবেশনের তৃতীয় দিন। গমগম করছে সংসদের দুই কক্ষ। এর মাঝেই রাজ্যসভা থেকে বিজেপি সাংসদের বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খড়্গে।
ডলারের নিরিখে রুপির পতন নিয়ে রাজ্যসভা নিজের তর্ক পেশ করছিলেন তিনি। তাঁর কথায়, ‘২০১৪ এর আগে ১ ডলারের নিরিখে রুপির দর ছিল ৬০ টাকা। সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছিলেন মোদী। বলেছিলেন, রুপি নাকি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে।’ এরপরই চলতি বছর ফের রুপির পতন নিয়ে প্রধানমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। কিন্তু সেই সময়ই তাঁর কথার মাঝে বাধা হন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখর আজ়াদের পুত্র বিজেপি সাংসদ নীরজ আজ়াদ। আর তাতেই চটে যান কংগ্রেস নেতা।
বিজেপি সাংসদকে রীতিমতো কটাক্ষ করে তিনি বলেন, ‘তোর বাবারও আমি সঙ্গী ছিলাম, ওকে নিয়ে কত জায়গায় ঘুরে বেড়িয়েছি। একদম চুপ থাকবি।’ বিরোধী দলনেতার এমন হুঙ্কারের পরেই উত্তাল হয়ে ওঠে সংসদের উচ্চ কক্ষ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামতে হয় খোদ অধ্যক্ষ জগদীপ ধনখড়কে।
#MallikarjunKharge सदन में #डॉलर के मुकाबले #रुपया कमज़ोर होने पर बोल रहे थे. तभी #BJP सांसद #नीरज_शेखर ने उन पर कमेंट का4 दिया.#मल्लिकार्जुन_खड़गे ने कहा कि– तेरा बाप भी इधर मेरे साथ ही था. उसको लेकर मैं घुमा. तू क्या बोलेगा. चुप. चुप करके बैठ…. pic.twitter.com/zBr73LpcrK
— Ruby Arun रूबी अरुण 🇮🇳 (@arunruby08) February 3, 2025
উল্লেখ্য, সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিতর্কে জড়ান খোদ কংগ্রেস রাজ্যসভা সাংসদ সনিয়া গান্ধী। দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘অপমানজনক’ মন্তব্য করে শাসকশিবিরের আক্রমণের মুখে পড়েন তিনি। গতকাল এই বিতর্ককে আরও এক ধাপ চড়িয়ে কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে রাজ্যসভা অধ্যক্ষ জগদীপ ধনখড়ের কাছে স্বাধীকার ভঙ্গের নোটিসও দেয় শাসক শিবিরের সাংসদরা।
