Nitish Kumar Attacked: বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! নিজের শহর বখতিয়ারপুরেই আক্রান্ত নীতীশ কুমার

Bihar CM Nitish Kumar: সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্থানীয় এক হাসপাতাল চত্বরে বিহারের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি।

Nitish Kumar Attacked: বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ! নিজের শহর বখতিয়ারপুরেই আক্রান্ত নীতীশ কুমার
বিহারে আক্রান্ত নীতীশ কুমার
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2022 | 9:12 PM

পটনা : বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় গলদ। আক্রান্ত হয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বিহারের বখতিয়ারপুরে তাঁর উপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বখতিয়ারপুর বাজার এলাকায়। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বখতিয়ারপুরে এক হাসপাতাল চত্বরে স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজির মূর্তিতে মাল্যদান করতে গিয়েছিলেন। সেই সময়েই জনৈক এক ব্যক্তি তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। তবে ঠিক কী কারণে এই হামলা তা এখনও জানা যায়নি। বিহারের মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।

বখতিয়ারপুর হল বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নিজের শহর। আর রবিবার নিজের সেই গড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও আক্রান্ত নীতীশ কুমার। হামলার সময়ের এক সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্য়ে এসেছে। অভিযুক্ত হামলাকারী ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিহার পুলিশ। বর্তমানে ওই অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্থানীয় এক হাসপাতাল চত্বরে বিহারের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শীলভদ্র ইয়াজির মূর্তিতে শ্রদ্ধা জানাতে যাচ্ছিলেন। ঠিক সেই সময়েই তাঁর উপর হামলা চালায় অভিযুক্ত ব্যক্তি। ভিডিয়ো ফুটেজটিতে দেখা গিয়েছে, পিছন দিক থেকে আসা ওই ব্যক্তি দ্রুত পায়ে মঞ্চে উঠে গিয়ে বিহারের মুখ্যমন্ত্রীর উপর চড়াও হচ্ছে। মুখ্যমন্ত্রী সেই সময় মূর্তিতে ফুল দেওয়ার জন্য নীচু হয়েছিলেন, সেই সময়ই তাঁর পিছনে ধাক্কা মারা হয়। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। এদিকে দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সেই সময় তাঁর নিরাপত্তাকর্মীদের বলেছিলেন, “ওনাকে মারবেন না। আগে জেনে নিন তিনি কী বলছেন।” পরে জানা যায় ওই ব্যক্তির নাম শঙ্কর শাহ। বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এই হামলার তীব্র নিন্দা করেছেন এবং গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার জন্য আহ্বান জানিয়েছেন।

সাম্প্রতিককালে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর পুরানো লোকসভা কেন্দ্র বার-এর বিভিন্ন প্রান্তে সফর করছেন। উল্লেখ্য, নীতীশ কুমারের উপর হামলা এই প্রথম নয়। এর আগেও ২০২০ সালের নভেম্বরে বিহারের মধুবনীতে ভোটের প্রচার চলাকালীন তাঁর উপর হামলা হয়েছিল। সেই সময় হারলাখির এক সমাবেশে কর্মসংস্থান নিয়ে কথা বলছিলেন নীতীশ কুমার। সেই সময় তাঁর দিকে পেঁয়াজ ছুড়ে মারা হয়েছিল ভিড় থেকে।

আরও পড়ুন : Russian Minister to visit India: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই ভারতে আসতে পারেন রুশ বিদেশমন্ত্রী