AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিড নাকি ধারে-কাছে ঘেঁষবে না! মরা সাপ চিবিয়ে খেলেন এক ব্যক্তি

সাপ খেয়ে ফেলার সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতেই নড়েচড়ে বসে প্রশাসন। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।

কোভিড নাকি ধারে-কাছে ঘেঁষবে না! মরা সাপ চিবিয়ে খেলেন এক ব্যক্তি
প্রতীকি ছবি
| Updated on: May 28, 2021 | 8:16 PM
Share

চেন্নাই: কেউ গায়ে মাখছেন গোবর, কেউ আবার দিনের পর দিন উপবাস করে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। এ সব কোনও উপায়েই যে করোনা যাবে না, সেই বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেও কোনও লাভ হচ্ছে না। তবে এবার যা ঘটল, তা কার্যত অতিক্রম করে গিয়েছে সব সীমা। করোনা তাড়াতে মরা সাপ চিবিয়ে খেলেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়িয়ে পড়লসেই ভিডিয়ো। তারপরই তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। জরিমানাও ধার্য করা হয়েছে তাঁর।

তামিলনাড়ুর তিরুনেলভেলির বাসিন্দা ওই ব্যক্তির নাম ভাদিভেল। ভিডিয়োতে দেখা যায়, একটি সাপ ধরে কামড়াচ্ছেন তিনি। ভিডিয়োতে আবার তিনি এ কথাও বলছেন যে, কোভিড থেকে নিজেকে বাঁচাতে সাপ খাচ্ছেন তিনি। তাঁর দাবি, কোভিডের সংক্রমণ থেকে বাঁচতে সাপ খাওয়া উচিত।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়ার পর তৎপর হয় বন দফতর। এরপরই পুলিশ বৃহস্পতিবার মাদুরাই জেলা থেকে ৫০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি পেশায় কৃষক বলে জানা গিয়েছে। কৃষিকাজে যুক্ত কর্মীকে গ্রেফতার করে। বন দফতরের পক্ষ থেকে অভিযুক্তকে সাত হাজার টাকার জরিমানা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: করোনাকালে ঘুমোলেই বাড়বে ইমিউনিটি! নয়া তথ্য

বন দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এটা অত্যন্ত বিপজ্জনক কাজ। এ কাজে উৎসাহ দেওয়াটাও গুরুতর অপরাধ। তাঁর দাবি, অভিযুক্ত মদ্যপ অবস্থায় এই কাজ করছিলেন। তাঁর হাতে ছিল মরা বিষাক্ত কালাচ সাপ।

আরও পড়ুন: মাঝ আকাশে বাদুড়ের তাড়া, তড়িঘড়ি অবতরণ করল এয়ার ইন্ডিয়ার বিমান