মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের টাওয়ারে চড়ে বসল যুবক! মুখে একটাই কথা…

Viral: জানা গিয়েছে, ওই যুবকের নাম বিনোদ। মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ১০০ মিটার দূরেই থাকা একটি টাওয়ারে উঠেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের টাওয়ারে চড়ে বসল যুবক! মুখে একটাই কথা...
টাওয়ারে চড়ে বসেন যুবক।Image Credit source: X
Follow Us:
| Updated on: Jan 11, 2025 | 11:30 AM

ভোপাল: মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হুলুস্থূল কাণ্ড। সোজা টেলিফোন বিদ্যুতের টাওয়ারে চড়ে বসল এক যুবক। দাবি পূরণ না হওয়া পর্যন্ত নামবেন না বলেই গোঁ ধরেন ওই যুবক। এদিকে, তাঁকে বোঝাতে কালঘাম ছুটে গেল পুলিশের।

ঘটনাটি ঘটেছে মধ্য প্রদেশের রাজধানী ভোপালে। সেখানে এক যুবক বেতন না পেয়ে, ক্ষুব্ধ হয়ে টাওয়ারে উঠে পড়েন। তাঁকে টাওয়ার থেকে নামাতে হিমশিম খেতে হয় পুলিশকে। অনেক বোঝানোর পরও যুবক নামতে রাজি হয়নি। শেষে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলে, সে নেমে আসে।

জানা গিয়েছে, ওই যুবকের নাম বিনোদ। মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে ১০০ মিটার দূরেই থাকা একটি টাওয়ারে উঠেছিলেন তিনি। তাঁর অভিযোগ, নিরাপত্তারক্ষী হিসাবে কাজ করেছেন ভোপাল উৎসব মেলায়। কিন্তু মেলা শেষ হয়ে গেলেও তাঁকে টাকা দেওয়া হয়নি।

পরিশ্রমের টাকা না পেয়েই ওই যুবক ক্ষুব্ধ হয়ে টাওয়ারে চড়ে বসেন। তাঁকে দেখতে বহু মানুষ ভিড় জমায়। শেষে পুলিশ দীর্ঘক্ষণ বোঝানোর পর নেমে আসেন। ওই যুবককে আগামী ১২ জানুয়ারির মধ্যে বেতন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।