কাকির বোনের সঙ্গে উদ্দাম প্রেম, বাড়ছিল ঘনিষ্ঠতা, কাকা ধমকাতেই ভাইপো এমন কাজ করল…
Bizarre: কাকির বোনের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ভাইপো। বিষয়টি জানতে পেরেই কাকা ধমক লাগিয়েছিলেন ভাইপোকে। সতর্ক করেছিলেন, তাঁর শ্যালিকার আশেপাশেও যেন না আসে।

লখনউ: বয়সের ব্য়বধান খুব বেশি নয়, কাকা-ভাইপোর মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব। স্নেহের চোখেই দেখতেন ভাইপোকে। পূরণ করতেন সব শখ-আহ্লাদ। তাই বলে এমন দাবি? কাকির বোনের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল ভাইপো। বিষয়টি জানতে পেরেই কাকা ধমক লাগিয়েছিলেন ভাইপোকে। সতর্ক করেছিলেন, তাঁর শ্যালিকার আশেপাশেও যেন না আসে। এই কথা শুনে বেজায় চটে যায় যুবক। প্রেমের পথের কাঁটা সরাতে নির্মমভাবে খুন করল কাকা-কেই।
নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে। শনিবার পুলিশ আকাশ প্রজাপতি নামক এক যুবককে গ্রেফতার করে। শুক্রবার সকালেই ওই যুবকের কাকা মহেন্দ্র প্রজাপতির (২৮) দেহ উদ্ধার হয়েছিল পার্শ্ববর্তী কৌশাম্বী জেলায়, একটি নির্জন এলাকায় গাছের নীচ থেকে।
প্রাথমিক তদন্তে জানা যায়, বৃহস্পতিবার মহেন্দ্র তাঁর ভাইপোর সঙ্গে প্রয়াগরাজের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু রাত পার হয়ে গেলেও, তিনি বাড়ি আসেননি। পরিবারের তরফে ফোনে যোগাযোগ করা হলেও, তাঁকে পাওয়া যায়নি। এরপরই তারা পুলিশের দ্বারস্থ হন।
পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, শেষবার ভাইপো আকাশের সঙ্গেই দেখা গিয়েছিল। তাঁকে জেরা করা হলে, জানা যায় আকাশের সঙ্গে তাঁর কাকির বোনের সম্পর্ক ছিল। মহেন্দ্র এই বিষয়ে জানতে পেরেই তাঁকে সতর্ক করেছিল। রাগেই আকাশ আরেক খুড়তুতো ভাই রোহিত ও বন্ধু বিজয়কে নিয়ে কাকাকে খুনের পরিকল্পনা করে।
অভিযুক্তরা জোর করে মহেন্দ্রকে আকণ্ঠ মদ্যপান করায়। এরপর সে বেহুঁশ হয়ে পড়লে ইট দিয়ে মাথা থেঁতলে দেয়।





