AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Crime News: উলঙ্গ হয়ে বাইরে যাবে, জেদ ধরেছিল ছেলে, মা বাধা দিতেই হাতে তুলে নিল বেত, তারপরের ঘটনা মর্মান্তিক…

J&K Murder: শুক্রবার সকালে ওই যুবক জেদ ধরে সে উলঙ্গ হয়ে বাইরে যাবে। কিন্তু ওই যুবকের মা বাধা দেয়। এরপরই বাড়ির সামনে পড়ে থাকা একটি মোটা লাঠি তুলে নিয়ে মারধর করতে থাকে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।

Crime News: উলঙ্গ হয়ে বাইরে যাবে, জেদ ধরেছিল ছেলে, মা বাধা দিতেই হাতে তুলে নিল বেত, তারপরের ঘটনা মর্মান্তিক...
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Dec 24, 2022 | 8:54 AM
Share

শ্রীনগর: চারিদিকে বরফ পড়ছে, ঠান্ডায় কাঁপছেন সকলে, সেই সময়ে ছেলের জেদ সে নাকি উলঙ্গ হয়ে বাইরে যাবেন। ছেলের এমন অদ্ভুত দাবি শুনেই বাধা দিয়েছিলেন মা। তার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হবে, তা কল্পনাও করতে পারেননি। উলঙ্গ অবস্থায় বাড়ির বাইরে যেতে না দেওয়ায় মাকে পিটিয়ে খুন করল ছেলে। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক মদ্যপ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলেও জানা গিয়েছে। শুক্রবার প্রথমে বাড়িতে লাঠি দিয়ে তাঁর মাকে মারধর করে। লাঠির আঘাতে মৃত্যু হয় বৃ্দ্ধার। প্রতিবেশীরা বাধা দিতে আসলে, তাদেরও মারধর করে ওই যুবক। দুই প্রতিবেশীরও মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম জাভেদ আহমেদ। অনন্তনাগের আসমুকাম এলাকায় তাঁর মায়ের সঙ্গে থাকত ওই যুবক। তাঁর একটি বেকারিও ছিল। কিন্তু ওই যুবকের মানসিক সমস্যা ছিল। শুক্রবার সকালে ওই যুবক জেদ ধরে সে উলঙ্গ হয়ে বাইরে যাবে। কিন্তু ওই যুবকের মা বাধা দেয়। এরপরই বাড়ির সামনে পড়ে থাকা একটি মোটা লাঠি তুলে নিয়ে মারধর করতে থাকে। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা।

এদিকে, বৃদ্ধার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা ওই যুবককে বাধা দেওয়ার চেষ্টা করলে, তাঁদেরও মারধর করে যুবক। কেউই আটকাতে পারে না ওই যুবককে। বাধ্য হয়েই পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই যুবককে গ্রেফতার করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুই প্রতিবেশীর মৃত্যু হয়। যে সাতজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশের তরফে জানানো হয়েছে, ওই যুবক মদ্যপ। একদিন আগেই ওই যুবককে আটক করেছিল পুলিশ। সেই সময়ও বাজারে নগ্ন অবস্থায় ঘুরছিল ওই যুবক। পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরই শুক্রবার ফের একই ঘটনা ঘটানোর চেষ্টা করে। বাধা দিতেই পিটিয়ে খুন করে মা ও প্রতিবেশীদের।