উত্তর প্রদেশ: ফের শিরোনামে হাথরস (Hathras)। এবার মেয়ের যৌন হেনস্তার প্রতিবাদ করায় গুলি করে খুনের অভিযোগ বাবাকে। সোমবার দিল্লি থেকে মাত্র ২০০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও কড়া হচ্ছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট (NSA) অনুযায়ী এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
২০১৮ সালে গৌরব শর্মা নামে এক যুবকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন এক তরুণী। তাঁর বাবা গৌরবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত যুবককে গ্রেফতার করে হাথরস পুলিশ। যদিও মাসখানেকের মধ্যেই গৌরব জামিন পেয়ে যান স্থানীয় আদালতে।
কিন্তু দুই পরিবারের মধ্যে এই ঝামেলা জিইয়ে ছিল। এরইমধ্যে সোমবার বিকেল সাড়ে চারটে নাগাদ এলাকার একটি মন্দিরের সামনে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয়। হাথরস পুলিশ সূত্রে খবর, এরপরই ওই তরুণীর বাবাকে তাক করে গুলি চালান গৌরব। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা করা যায়নি।
थाना सासनी क्षेत्र के ग्राम नौजरपुर में ढाई साल पूर्व की रंजिश के चलते एक व्यक्ति को गोली मारने की घटना के सम्बन्ध में पुलिस अधीक्षक हाथरस की बाईट pic.twitter.com/pt4JMfL0pl
— HATHRAS POLICE (@hathraspolice) March 1, 2021
হাথরস পুলিশের কর্তা বিনীত জয়সওয়াল টুইটারে একটি ভিডিয়ো বার্তায় বলেন, “যে ব্যক্তি মারা গিয়েছেন ২০১৮ সালের জুলাই মাসে তিনি গৌরব শর্মার বিরুদ্ধে একটি যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এক মাসের জন্য জেলেও থাকতে হয় গৌরবকে। এরপর থেকে দুই পরিবারের মধ্যে মনোমালিন্য ছিলই। সোমবার গৌরবের মা ও কাকিমা গ্রামেরই একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেখানেই ছিলেন ওই তরুণী ও তাঁর বাবা। ওই মহিলা তর্ক শুরু করেন বাবা-মেয়ের সঙ্গে। এরপরই সেখানে ঢুকে পড়েন গৌরব শর্মা। গৌরব কয়েকজন ছেলেকে ডেকে আনেন। গুলি করা হয় তরুণীর বাবাকে।”
আরও পড়ুন: West Bengal Election 2021 LIVE: আজ ভোট প্রচারে মালদহে যোগী আদিত্যনাথ
অন্যদিকে অভিযোগকারী তরুণীরও একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মেয়েটি চিৎকার করে বলছেন “দয়া করে আমাকে বিচার দিন। আমার সঙ্গে ন্যয় করুন। প্রথমে আমাকে যৌন হেনস্তা করা হল। এখন আমার বাবাকে গুলি করে খুন করা হল। ছ’-সাতজন সেখানে ছিল।”
Man shot dead in Hathras: Chief Minister Yogi Adityanath directs officials to take strict action in the matter. He has also given directions to invoke National Security Act against all the accused involved in the case.
(File photo) pic.twitter.com/ZWgPHHtDK1
— ANI UP (@ANINewsUP) March 2, 2021
যোগী রাজ্য উত্তর প্রদেশে এমন নৃশংসতার উদাহরণ এই প্রথম নয়। এর আগেও হাথরসে চার উচ্চবর্ণের যুবকের গণধর্ষণের শিকার হন সেখানকারই এক দলিত মহিলা। ঘটনার ১৫ দিন পর দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় তাঁর। তা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা দেশ। তবু প্রতিবাদীর টুঁটি টিপে ধরার প্রবণতা যে থেকেই গিয়েছে এদিনের ঘটনা তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।