ব্যতিক্রমী প্রেম! দুই কনেকেই একই মন্ডপে বিয়ে করলেন যুবক

ছত্তিশগঢ়ের এই বিরল বিয়ের বর চন্দু মৌর্য্য। আর দুই কনে হাসিনা ও সুন্দরী।

ব্যতিক্রমী প্রেম! দুই কনেকেই একই মন্ডপে বিয়ে করলেন যুবক
ছবি- টুইটার

|

Jan 08, 2021 | 6:41 PM

নয়া দিল্লি: দুই মেয়েকেই ভালবাসে যুবক। দুই মেয়েও যুবকের প্রেমে অন্ধ। অগত্যা উপায়? উপায় বেরোল। সবার সম্মতিতেই একই মন্ডপে দুই মেয়ের সঙ্গে বিয়ে হল যুবকের। বস্তারের লোহঙ্গা গ্রামের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে বিরল হলেও এই বিয়েতে খুশি বর ও দুই কনে। ছত্তিশগঢ়ের (Chhattisgarh) এই বিরল বিয়ের বর চন্দু মৌর্য্য। আর দুই কনে হাসিনা ও সুন্দরী।


চন্দুর সাফ কথা, “আমি দু’জনকেই পছন্দ করি। তাঁরা দু’জনও আমায় পছন্দ করে। তাই গ্রামবাসীদের সামনে সজ্ঞানেই আমরা বিয়ে করেছি। তবে এক স্ত্রীর পরিবার বিয়ের অনুষ্ঠানে আসেনি।” অর্থাৎ হাসিনা ও সুন্দরী দু’জনেই চন্দুকে ভালবাসে। কিন্তু গ্রামবাসীদের সামনে বিয়ের অনুষ্ঠানে একই মন্ডপে একসঙ্গে দু’জনকে বিয়ে করল চন্দু, তারপরেও কেন কোনও গ্রামবাসী এর বিরোধিতা করলেন না! সোশ্যাল মিডিয়ায় উঠছে এই প্রশ্নও।

আরও পড়ুন: বাইডেনকে স্বীকৃতি, প্রতিষেধকের সুখবর! রেকর্ড অঙ্কে দাঁড়িয়ে শেয়ার বাজার

দুই কনের মধ্যে হাসিনার বয়স ১৯ এবং সুন্দরীর বয়স ২১। দু’জনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাস করেছে। চন্দুর ধুমধাম করে বিয়ের ঘটনা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে হিন্দু বিবাহ আইন অনুযায়ী, এই ধরনের বিয়ে অপরাধ। কিন্তু এপর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি।