AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ, পুলিশের হাতে গ্রেফতার বাবা

সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলে মেয়ে জানান, তাঁর বাবা একাধিকবার ধর্ষণ করেছে তাঁকে।

নিজের মেয়েকেই লাগাতার ধর্ষণ, পুলিশের হাতে গ্রেফতার বাবা
পুরির জগন্নাথ মন্দিরে ধর্ষণ (প্রতীকী চিত্র)
| Updated on: Jun 14, 2021 | 11:17 AM
Share

ভাবনগর: নিজের মেয়েকেই ধর্ষণ (Rape)। মেয়ের ধর্ষণে অভিযুক্ত বাবাই হলেন মেয়ের সন্তানের বাবা। এমনই ঘটনা ঘটেছে গুজরাটের (Gujrat) ভাবনগরে। বুধবার ওই মেয়ে একটি সরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন। তারপরই স্থানীয় সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার অসুস্থ বোধ করায় ১৯ বছর বয়সী ওই মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্তানের জন্ম দেন তিনি।

সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করলে মেয়ে জানান, তাঁর বাবা একাধিকবার ধর্ষণ করেছে তাঁকে। যখন তাঁর মেয়ে বাড়িতে থাকতেন না বা ঘুমোতেন, তখনই ধর্ষণের শিকার হতে হতো তাঁকে। এই লাগাতার ধর্ষণের জেরেই মেয়ে গর্ভবতী হয়েছিলেন, এমনটাই অনুমান চিকিৎসকদের। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, পেশায় দিনমজুর ওই বাবার মোট ৪ সন্তান। ২ ছেলে ও ১ মেয়ে আগেই বিবাহিত। তাঁরা আলাদা বাড়িতে থাকেন। ছোট মেয়ে ও স্ত্রীর সঙ্গে বস্তির একটি বাড়িতে থাকতেন অভিযুক্ত। মেয়ে ও তাঁর ছেলেকে ভাবনগরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে এই ঘটনার তদন্তভার হাতে ভাবনগর পুলিশের মহিলা বিভাগ।

আরও পড়ুন: মোদীর রাজ্যেও থাবা বসাতে চায় আপ, সোমবারই আহমেদাবাদ সফর কেজরীবালের