Murder Case: ভোরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ভিতরে খুন যুবক, মাথায় গুলি মন্ত্রী-পুত্রের বন্ধুকে!

Crime News: শুক্রবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ লখনউয়ে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে হঠাৎ চড়াও হয় দুষ্কৃতীরা। ঢুকেই তারা গুলি চালায়। গুলি লাগে উপস্থিত এক যুবকের মাথায়। নিহত যুবকের নাম বিকাশ শ্রীবাস্তব। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু।

Murder Case: ভোরে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির ভিতরে খুন যুবক, মাথায় গুলি মন্ত্রী-পুত্রের বন্ধুকে!
নিহত যুবক।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 01, 2023 | 11:04 AM

লখনউ: কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে হামলা আততায়ীদের। বাড়ির ভিতরে ঢুকে গুলি চালাল দুষ্কৃতীরা। গুলিতে মৃত্যু এক যুবকের। শুক্রবার সকালে হাড়হিম করা হত্যাকাণ্ডটি ঘটে উত্তর প্রদেশের (Uttar Pradesh) লখনউতে। কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের (Kaushal Kishore) বাড়িতে ঢুকে হামলা চালায় দুষ্কৃতীরা। নিহত যুবকের নাম বিকাশ শ্রীবাস্তব। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বন্ধু ছিল ওই যুবক। ঘটনাস্থল থেকে একটি পিস্তল (Pistol) উদ্ধার করা হয়েছে। বন্দুকটি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের বলেই জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ লখনউয়ে কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের বাড়িতে হঠাৎ চড়াও হয় দুষ্কৃতীরা। ঢুকেই তারা গুলি চালায়। গুলি লাগে উপস্থিত এক যুবকের মাথায়। নিহত যুবকের নাম বিকাশ শ্রীবাস্তব। তিনি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে বিকাশ কিশোরের বন্ধু। ইতিমধ্যেই পুলিশ মন্ত্রীর বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহত যুবকের পরিবারের তরফ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্য়েই তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, হামলার ঘটনার পরই  কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোর জানান, ঘটনার সময় তাঁর ছেলে বাড়িতে উপস্থিত ছিল না। তিনি বলেন, “ঘটনার সময় আমার ছেলে বাড়িতে ছিল না, ও দিল্লিতে রয়েছে। বাড়িতে কে ছিল, তা জানা নেই। পুলিশ তদন্ত করছে, সত্যিটা অবশ্যই সামনে আসবে। অপরাধীকে কড়া শাস্তি দেওয়া হবে। নিহত যুবকের পরিবারের সঙ্গে রয়েছি আমরা। বিনয় আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল।”

পিস্তল উদ্ধারের বিষয় নিয়ে তিনি বলেন, “যে পিস্তলটি উদ্ধার করা হয়েছে, তা আমার ছেলে বিকাশ কিশোরের। পুলিশ তদন্ত করছে বিষয়টি।”

পুলিশের তরফে জানানো হয়েছে, বাড়িতে সিসিটিভি রয়েছে, তার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ফরেন্সিক দলও পৌঁছেছে।