Man Attacked Cop: হাত থেকে লাঠি কেড়ে নিয়ে পুলিশকে উদ্দাম মার যুবকের, কারণ জানলে অবাক হবেন, দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Apr 09, 2022 | 7:39 PM

Madhya Pradesh Youth: পরে ওই কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে দীনেশ প্রজাপতি নামে ওই ২৫ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে উদ্দাম মার মারছে ওই যুবক।

Man Attacked Cop: হাত থেকে লাঠি কেড়ে নিয়ে পুলিশকে উদ্দাম মার যুবকের, কারণ জানলে অবাক হবেন, দেখুন ভিডিয়ো
ছবি: টুইটার

Follow Us

ইন্দোর: পুলিশ আইনের রক্ষাকর্তা, কোনও অপরাধ দেখলে তারা রুখে দাঁড়ান, আইনত পদক্ষেপ নেন, কখনও কখনও অপরাধীদের দিকে লাঠি উচিঁয়ে তেড়ে যাওয়াই পুলিশের কাজ। তবে অনেক সময় অপরাধী এমন বেপরোয়া হয়ে ওঠে যে তারা আইনের রক্ষাকর্তাদের পাত্তা না দিয়ে তাদেরই আক্রমণ করে বসে। সাময়িকভাবে সফল হলেও এর ফল হয় মারাত্মক। মধ্য প্রদেশের ইন্দোরের এক যুবক সেই পুলিশের সঙ্গেই এমন কাণ্ড করে বসল, যার তাঁকে হয়ত সারাজীবন আফশোস করতে হবে। ইতিমধ্যেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তাদের প্রশ্ন পুলিশকে এই ধরনের হেনস্থা আদৌ কতটা যুক্তিসঙ্গত! ভিডিয়োত দেখা গিয়েছে কর্তব্যরত পুলিশ কনস্টেবল জয় প্রকাশ জয়সওয়ালকে পুলিশের লাঠি দিয়ে প্রকাশ্য দিবালোকে উদ্দাম মার মারছে এক যুবক। জানা গিয়েছে, ইন্দোরের ভেঙ্কটেশ নগরে একটি ছোট দুর্ঘটনার পর পুলিশকর্মী শারীরিক নিগ্রহের ঘটনাটি ঘটেছে। দেখা গিয়েছে ওই যুবক পুলিশ কর্মীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে তাঁকে জনসমক্ষে নিগ্রহ করছেন।

পরে ওই কনস্টেবলের অভিযোগের ভিত্তিতে দীনেশ প্রজাপতি নামে ওই ২৫ বছর বয়সী যুবককে গ্রেফতার করা হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ওই পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে উদ্দাম মার মারছে ওই যুবক। এমনকী ওই পুলিশ কর্মীর মাথায় লাঠি দিয়ে আঘাত করেছে ওই যুবক। ভিডিয়োতে দেখা গিয়েছে আশেপাশে অনেকেই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও ওই পুলিশকর্মীর দিকে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি।

জানা গিয়েছে, দীনেশ বাইক চালিয়ে যাচ্ছিল সেই সময় ও পুলিশ কনস্টেবলের বাইকের সঙ্গে তাঁর বাইকের ধাক্কা লাগে। এয়ারড্রোম থানা এলাকায় শুক্রবার এই ঘটনাটি ঘটেছিল, এমনটাই জানিয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডেপুটি কমিশনার রাজীব সিং ভাদুরিয়া। সেই সময়ই ওই পুলিশ কর্মীর হাত থেকে লাঠি কেড়ে নিয়ে আক্রমণ করে ওই যুবক। পুলিশ কর্মীর মাথায় আঘাত লেগেছে। ওই যুবককে ভারতীয় দণ্ড বিধির ৩০৭ ধারায় খুনের মামলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন Rahul Gandhi slams Mayawati : ‘আপনিই মুখ্যমন্ত্রী হবেন’, রাহুল গান্ধীর প্রস্তাবে কেন রাজি হননি মায়াবতী?

Next Article