সোশ্যাল মিডিয়ায় অমিত শাহ-বীরেন সিং-এর বিরুদ্ধে পোস্ট, বালুরঘাটের বাসিন্দার বিরুদ্ধে এফআইআর মণিপুর পুলিশের
Manipur police files FIR against Bengal man: এফআইআর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, অমিত শাহ বীরেন সিং এক 'সন্ত্রাসবাদী সংগঠন'-এর সদস্য বলে দাবি করেছেন অরিজিৎ। শুধু তাই নয়, বালুরঘাটের ওই বাসিন্দা দাবি করেছেন, মণিপুর সরকারের মদতেই সেখানে জাতিগত হিংসা চলছে। মণিপুর সরকারের বিরুদ্ধে তিনি 'গণহত্যা' চালানোর অভিযোগও তুলেছেন। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মণিপুর পুলিশ।

ইম্ফল: মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মানহানিকর পোস্টের জন্য বাংলার এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল মণিপুর পুলিশ। অরিজিৎ বিশ্বাস নামে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের এক বাসিন্দার বিরুদ্ধে মণিপুরে এফআইআর দায়ের করেছেন ইম্ফলের এক বাসিন্দা। এফআইআর অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে, অমিত শাহ বীরেন সিং এক ‘সন্ত্রাসবাদী সংগঠন’-এর সদস্য বলে দাবি করেছেন অরিজিৎ। শুধু তাই নয়, বালুরঘাটের ওই বাসিন্দা দাবি করেছেন, মণিপুর সরকারের মদতেই সেখানে জাতিগত হিংসা চলছে। মণিপুর সরকারের বিরুদ্ধে তিনি ‘গণহত্যা’ চালানোর অভিযোগও তুলেছেন। এরপরই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মণিপুর পুলিশ। ভারতীয় দণ্ডবিধির আওতায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মধ্যে শত্রুতা ছড়ানোর অভিযোগে মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে।
এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে, অভিযুক্ত ব্যক্তি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের স্থিতি নষ্ট করতে চাইছে। বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে। দুটি সম্প্রদায়ের মধ্যে শত্রুতা তৈরি করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। তার মন্তব্যে রাজ্য সরকার এবং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানহানি হয়েছে। অরিজিতের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার এবং বিভ্রান্তিকর বিবৃতি দেওয়ার অভিযোগ করা হয়েছে। এর মাধ্যমে মণিপুরে হিংসা জারি রাখার এবং সেই আগুন আরও উসকে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। এই বেআইনি কর্মকাণ্ড শুধু রাজ্যের নিরাপত্তার জন্যই নয়, সামগ্রিকভাবে দেশের নিরাপত্তার জন্যও হুমকির বলে দাবি করেছেন অভিযোগকারী।
Shameless traitor Communial FIR vending Machine pic.twitter.com/iWrq2S9T5U
— Lunkhel Agunpa (@LunkhelM) September 15, 2023
এই বিষয়ে আরও পদক্ষেপের জন্য, এফআইআর-এর একটি অনুলিপি স্বরাষ্ট্র দফতরের কমিশনারের কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, এরপর অরিজিৎ বিশ্বাসকে তদন্তে যোগ দেওয়ার জন্য সমন পাঠাবে মণিপুর পুলিশ। তিনি তদন্তে সহযোগিতা করতে অস্বীকার করলে, মণিপুর পুলিশের একটি দলকে বাংলায় পাঠিয়ে তাঁকে গ্রেফতারও করা হতে পারে। মজার বিষয় হল, মণিপুরে হিংসার বিষয়ে যতগুলি মামলা করেছে পুলিশ, হিংসার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ‘মানহানিকর বিষয়বস্তু’ পোস্ট করার বিষয়ে প্রায় ততগুলিই মামলা করেছে মণিপুর পুলিশ। এর আগে, এডিটরস গিল্ড অব ইন্ডিয়ার ফ্যাক্ট ফাইন্ডিং দলের প্রতিবেদনের বিষয়েও দুটি এফআইআর দায়ের করেছে মণিপুর সরকার। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছিলেন, এডিটর্স গিল্ডের প্রতিবেদনটি ‘মিথ্যা, মনগড়া এবং অর্থের বিনিময়ে তৈরি করা হয়েছে’।
