Manmohan Singh: ৩৩ বছরের রাজনৈতিক জীবনে ইতি, মনমোহন সিং-কে ‘মধ্যবিত্তের হিরো’ বললেন খাড়গে

Manmohan Singh: মনমোহন সিং-এর রাজনৈতিক জীবন সম্পর্কে খাড়গে লিখেছেন, খুব কম নেতাই দেশ সেবার ক্ষেত্রে আপনার থেকে বেশি মনোযোগ দিয়েছেন। মনমোহন সিং-কে 'মধ্যবিত্তের হিরো' বলে উল্লেখ করে খাড়গে লিখেছেন, 'বহু মানুষ আপনার তৈরি আর্থিক নীতির হাত ধরে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন।'

Manmohan Singh: ৩৩ বছরের রাজনৈতিক জীবনে ইতি, মনমোহন সিং-কে 'মধ্যবিত্তের হিরো' বললেন খাড়গে
মনমোহন সিংImage Credit source: twitter
Follow Us:
| Updated on: Apr 03, 2024 | 5:54 PM

নয়া দিল্লি: রাজ্যসভা থেকে অবসর নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি ‘হিরো’ হয়ে থাকবেন বলে উল্লেখ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এক্স মাধ্যমে কংগ্রেস নেতা লিখেছেন, ‘একটা যুগের অবসান হল।’ খাড়গে বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী মধ্যবিত্ত মানুষ ও যুব সম্প্রদায়ের কাছে হিরো হয়ে থাকবেন।

কংগ্রেস নেতা আরও লিখেছেন, রাজনীতি থেকে অবসর নিলেও আশা করি ভবিষ্যতেও আপনি দেশের মানুষের সম্পর্কে কথা বলবেন। আজ, বুধবার শেষ হচ্ছে মনমোহন সিং-এর রাজ্যসভার সাংসদ পদের মেয়াদ। এদিনই তাঁর ৩৩ বছরের রাজনৈতিক পথ চলা শেষ হবে।

মনমোহন সিং-এর রাজনৈতিক জীবন সম্পর্কে খাড়গে লিখেছেন, খুব কম নেতাই দেশ সেবার ক্ষেত্রে আপনার থেকে বেশি মনোযোগ দিয়েছেন। মনমোহন সিং-কে ‘মধ্যবিত্তের হিরো’ বলে উল্লেখ করে খাড়গে লিখেছেন, ‘বহু মানুষ আপনার তৈরি আর্থিক নীতির হাত ধরে দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন।’

উল্লেখ্য, কখনও লোকসভা ভোটে জয়ী হননি মনমোহন সিং। ১৯৯১ সালে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হন তিনি। চার মাস পরই তিনি হন দেশের অর্থমন্ত্রী।

ইন্দিরা গান্ধী ও ইন্দর কুমার গুজরালের পর মনমোহন সিং-ই ছিলেন প্রথম প্রধানমন্ত্রী, যিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। রাজনৈতিক জীবনে পা রাখার আগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর ছিলেন মনমোহন সিং।