Maoist attack: ফের ঝাড়খণ্ডে মাও-হামলা, ৪টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে নির্মাণকর্মীকে হেনস্থা
Jharkhand: ঝাড়খণ্ডের রাঁচি সীমানা সংলগ্ন ৩টি হেভি ভেইকলস-সহ একটি এসইউভই-তে আগুল লাগিয়ে দেয় মাওবাদীরা। সেই সময় রেললাইন নির্মাণের কাজ করছিলেন বেসরকারি সংস্থার দুই কর্মী। তাঁদেরও হেনস্থা করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চাঁন্দওয়া থানার পুলিশ।
রাঁচি: ফের মাথাচাড়া দিয়ে উঠছে মাওবাদীরা (Maoist)। এবার ঝাড়খণ্ডের (Jharkhand) রাঁচি সীমানা সংলগ্ন রেললাইনের কাছে হামলা চালাল একদল মাওবাদী। কমপক্ষে ৪টি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। রেললাইন নির্মাণকাজে কর্মরত ২ ব্যক্তির উপর হামলাও চালিয়েছে। সোমবার রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মাওবাদীদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের চাঁন্দওয়া জেলার লাতেহার এলাকায় চাট্টি নদীব্রিজের কাছে হামলা চালায় একদল মাওবাদী। ওই এলাকায় দাঁড়িয়ে থাকা ৩টি হেভি ভেইকলস-সহ একটি এসইউভই-তে আগুল লাগিয়ে দেয় তারা। সেই সময় রেললাইন নির্মাণের কাজ করছিলেন বেসরকারি সংস্থার দুই কর্মী। তাঁদেরও হেনস্থা করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় চাঁন্দওয়া থানার পুলিশ। কিন্তু, কাউকে ধরা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
VIDEO | Maoists set a railway track construction site on fire in Jharkhand’s Latehar district. pic.twitter.com/u1wwOOA5ib
— Press Trust of India (@PTI_News) September 25, 2023
প্রসঙ্গত, মাস খানেক আগে একইভাবে পালামু জেলায় হামলা চালিয়েছিল মাওবাদীরা। সেখানেও ৬টি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং রাস্তা নির্মাণের বেসরকারি সংস্থার ২ কর্মীকে হেনস্থা করা হয়। আবার গত শনিবার মধ্যরাতে লাতেহার জেলাতেই সম্বলপুর-তাওয়াই এক্সপ্রেসে ডাকাতির ঘটনা ঘটে। একদল ডাকাত ট্রেনে উঠে যাত্রীদের হেনস্থা করে এবং মোবাইল ফোন-সহ ৭৬ হাজার টাকা লুঠ করে নিয়ে যায়। অনেক যাত্রীকে মারধরও করা হয় বলে অভিযোগ। সেই ডাকাতদলেরও সন্ধান মেলেনি। পরপর এই ধরনের ঘটনায় ফের ঝাড়খণ্ডে মাওবাদী নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনে।