Fire: IGMC হাসপাতালের ওপিডি বিভাগে বিধ্বংসী আগুন, সরানো হল ২৫০ জনকে
রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে ডাক্তারদের ৪টি চেম্বার, ক্যাফেটেরিয়া, বিল্ডিংয়ের ৩টি লিফট সহ প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সিমলা: বিধ্বংসী আগুনে চাঞ্চল্য ছড়িয়েছে হিমাচলের হাসপাতালে। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই আগুন লাগে হিমাচল প্রদেশের ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (IGMC) চত্বরে। তারপর দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটলেও সন্ধ্যাতেও আতঙ্ক কাটেনি হাসপাতাল কর্মী ও রোগীদের মধ্যে। রোগী সহ প্রায় ২৫০ জনকে হাসপাতাল থেকে অন্যত্র সরানো হয়েছে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে অনেক টাকার ক্ষতি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর, এদিন সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ হাসপাতালের ওপিডি বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন লাগে। ওই বিল্ডিংয়ে অবস্থিত ক্যাফেটেরিয়ায় রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করেই আগুন লাগে। হাসপাতালের সুপার রাহুল রাও জানান, আগুন লাগার ১৫-২০ মিনিটের মধ্যেই ওই বিল্ডিংয়ে উপস্থিত রোগীদের সরানো হয় এবং চিকিৎসক, হাসপাতালকর্মীরাও দ্রুত বাইরে বেরিয়ে আসেন বলে জানিয়েছেন । তারপর দমকলের ৬টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপিডি বিল্ডিংয়েই এমার্জেন্সি বিভাগ, আইসিইউ, স্পেশাল ওয়ার্ড, আইসোলেশন ওয়ার্ড, ফিজিওথেরাপি ওয়ার্ড এবং এক্স-রে, রক্তপরীক্ষা সহ প্যাথলজি ল্যাব রয়েছে। ফলে ওই বিল্ডিংয়ে আগুন লাগায় চাঞ্চল্য ছড়ায় রোগী থেকে রোগীর পরিবার, চিকিৎসক ও হাসপাতালকর্মীদের মধ্যে। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বিল্ডিং। তারপর দমকলকর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই। তবে অনেক টাকার ক্ষতি হয়েছে। হাসপাতালের সুপার রাহুল রাও বলেন, “ডাক্তারদের ৪টি চেম্বার, ক্যাফেটেরিয়া, বিল্ডিংয়ের ৩টি লিফট সহ প্রায় ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আপাতত ওপিডি বিভাগ পুরোনো বিল্ডিংয়ে স্থানান্তরিত করা হয়েছে।”
#WATCH | Fire breaks out in the attic of the new OPD block of the Indira Gandhi Medical College & Hospital in Shimla, no casualty reported pic.twitter.com/ADtLdAMFgz
— ANI (@ANI) April 27, 2023
প্রসঙ্গত, গত ৯ মার্চ ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওপিডি বিল্ডিংটির উদ্বোধন করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। প্রায় ৩০.৯০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিল্ডিংটি উদ্বোধনের দেড় মাসের মধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।