POCSO: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বোনের বাড়িতে বাস, নবম শ্রেণির ভাগ্নি অন্তঃসত্ত্বা হতেই সব ফাঁস
Maternal uncle arrested: পুলিশ জানিয়েছে, ক্লাস নাইনে পড়ে ওই নাবালিকা। মাস পাঁচেক আগে অভিযুক্ত ব্যক্তি তাদের বাড়িতে আসেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় বোনের বাড়িতে এসে থাকতে শুরু করেন তিনি।

তিরুবনন্তপুরম: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বোনের বাড়িতে চলে এসেছিলেন। গত ৫ মাস ধরে বোনের বাড়িতেই রয়েছেন তিনি। বছর বিয়াল্লিশের সেই ব্যক্তিই যে নিজের নাবালিকা ভাগ্নির সঙ্গে এমন করবেন, তা কেউ ভাবতেই পারছেন না। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দিনের পর দিন নাবালিকাকে ধর্ষণ করেছেন ওই ব্যক্তি। নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ার পরই ঘটনাটি সামনে এসেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি কেরলের তিরুবনন্তপুরমের আইরুরের।
পুলিশ জানিয়েছে, ক্লাস নাইনে পড়ে ওই নাবালিকা। মাস পাঁচেক আগে অভিযুক্ত ব্যক্তি তাদের বাড়িতে আসেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় বোনের বাড়িতে এসে থাকতে শুরু করেন তিনি। অভিযোগ, নাবালিকা স্কুল থেকে ফেরার পর তাকে যৌন নির্যাতন করা হত। সেইসময় বাড়িতে অন্য কেউ থাকত না।
গতকাল নাবালিকার পেটে যন্ত্রণা শুরু হয়। তাকে হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজন। তখনই জানা যায়, নাবালিকা অন্তঃসত্ত্বা। নাবালিকার পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়ে। নাবালিকা তখন জানায়, সে স্কুল থেকে বাড়ি ফিরলেই মামা তার উপর যৌন নির্যাতন চালাত। কাউকে বললে মেরে ফেলার ভয় দেখাত। ভয়ে কাউকে কিছু জানায়নি সে।
নাবালিকার মামার বিরুদ্ধে আইরুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইন-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছে। নাবালিকার পরিবার এই ঘটনায় ভেঙে পড়েছে।

