Sonam Raghuvanshi: বিধবা মেয়ে, কে বিয়ে করবে…কুষ্ঠিতে লেখা ‘মাঙ্গলিক দোষ’ কাটাতেই সোনম এক ঢিলে দুই পাখি মারল?
Meghalaya Honeymoon Murder: তবে সোনম তলে তলে চেলেছিল অন্য চালই। প্রেমিক রাজকে বিয়ে করতেই স্বামী রাজাকে হানিমুনে মেঘালয়ে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। এর জন্য ৫০ হাজার টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেছিল সোনম।

ইন্দোর: শুধু ত্রিকোণ প্রেম নয়, রাজা রঘুবংশীকে খুনের পিছনে রয়েছে জ্যোতিষ যোগও। এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছিল সোনম। পুলিশি জেরায় উঠে এল চাঞ্চল্যকর সেই তথ্য।
ইন্দোরের ব্যবসায়ী পরিবারের মেয়ে সোনম। বাবার ব্যবসা সামলাত বছর বাইশের যুবতী। সেখানেই তাঁর সঙ্গে আলাপ হয় রাজ কুশওয়াহার। সোনমের অফিসেই অ্যাকাউন্টেন্টের কাজ করত সে। তবে পরিবারে বিষয়টি জানাজানি হতেই সোনমের মা তীব্র আপত্তি জানিয়েছিল। নিজেদের সামাজির স্তরের কাউকেই বিয়ে করার জন্য জোরাজুরি করেন। সেই মতোই সম্বন্ধ দেখে রাজা রঘুবংশীর সঙ্গো সোনমের বিয়ে ঠিক করা হয়।
তবে সোনম তলে তলে চেলেছিল অন্য চালই। প্রেমিক রাজকে বিয়ে করতেই স্বামী রাজাকে হানিমুনে মেঘালয়ে নিয়ে গিয়ে খুন করার পরিকল্পনা করেছিল। এর জন্য ৫০ হাজার টাকা দিয়ে সুপারি কিলার ভাড়া করেছিল সোনম।
সোনমের পরিকল্পনা ছিল, রাজাকে খুন করে বিধবা হয়ে যাবে সে। যেহেতু বিধবা মেয়েকে কেউ বিয়ে করতে চাইবে না, তাই তখন রাজ কুশওয়াহা এসে বিয়ের প্রস্তাব দেবে এবং পরিবারও রাজি হয়ে যাবে। একদিকে যেমন পথের কাঁটা রাজাকে সরিয়ে ফেলতে পারবে, অন্যদিকে তাঁর মঙ্গলের দোষও কেটে যাবে।
রাজা ও সোনমের বিয়ের আগে যখন তাদের কুণ্ডলী বিচার করা হয়েছিল, তখন দুজনেরই মাঙ্গলিক দোষ পাওয়া গিয়েছিল। সোনম তাঁর রাশি থেকে মঙ্গলের দোষ কাটাতেই স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিল। যদিও জ্যোতিষীরা সাফ জানিয়েছেন, এভাবে কখনও মঙ্গলের দোষ কাটানো যায় না।





