AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মন্ত্রিসভা সম্প্রসারণের আগের রাতে নতুন মন্ত্রকের সূচনা করল নরেন্দ্র মোদী সরকার

Modi's Cabinet Expansion: দেশের সমবায় ক্ষেত্রগুলিকে আরও মজবুত করার স্বার্থে নতুন 'সমবায় মন্ত্রক' বা 'সহযোগিতা মন্ত্রক' চালুর কথা ঘোষণা করে কেন্দ্র

মন্ত্রিসভা সম্প্রসারণের আগের রাতে নতুন মন্ত্রকের সূচনা করল নরেন্দ্র মোদী সরকার
ফাইল চিত্র
| Edited By: | Updated on: Jul 07, 2021 | 12:10 AM
Share

কলকাতা: রাত পোহালেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ। ২০১৯ সালে রেকর্ড ব্যবধানে জয়লাভ করে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথমবার মন্ত্রিসভার সম্প্রসারণ করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন করে কে কোন মন্ত্রক পাবেন, কার হাতে কোন দফতর আসবে, এই নিয়ে জল্পনা গত কয়েক সপ্তাহ ধরেই চলছিল। তারই মধ্যে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি নতুন মন্ত্রক গঠন হওয়ার কথা ঘোষণা করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। দেশের সমবায় ক্ষেত্রগুলিকে আরও মজবুত করার স্বার্থে নতুন ‘সমবায় মন্ত্রক’ বা ‘সহযোগিতা মন্ত্রক’ চালুর কথা ঘোষণা করে কেন্দ্র।

নতুন এই মন্ত্রক তৈরি করে একে ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে অ্যাখ্যা দেওয়া হয় কেন্দ্রের পক্ষ থেকে। ‘সহকার সে সম্বৃদ্ধি’, অর্থাৎ সহায়তাই এগিয়ে চলার মন্ত্র, এই চিন্তাধারাকে সামনে রেখেই নতুন মন্ত্রকের সূচনা করা হচ্ছে বলে মঙ্গলবার রাতে জানানো হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে।

কেন্দ্রীয় সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, “নবনির্মিত এই মন্ত্রক দেশের সমবায় আন্দোলনকে শক্তিশালী করার জন্য একটি পৃথক প্রশাসনিক কাঠামো, আইন এবং নীতি নির্ধারণ করবে। এর দ্বারা তৃণমূল স্তরে থাকা সমবায় ক্ষেত্রগুলি গভীর সহায়তা পাবে।” যদিও নতুন মন্ত্রক তৈরির সিদ্ধান্ত আচমকা কেন্দ্রের পক্ষ থেকে নেওয়া হয়নি। চলতি বছর বাজেট পেশ করার সময়ই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংক্রান্ত মন্ত্রকের সূচনা হবে বলে জানিয়েছিলেন। সেই মতো মন্ত্রিসভা সম্প্রসারণের আগের দিনই নতুন মন্ত্রক চালুর কথা ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার।

আরও পড়ুন: নতুন মন্ত্রিসভার ঘোষণা বুধেই! বয়স কম, ডিগ্রি বেশি, কী কী চমক থাকছে?

মোট ৫৭ জন মন্ত্রী নিয়ে মোদী সরকারের দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হয়েছিল। এর মধ্যে ২৪ জন ক্যাবিনেট, ৯ টি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং ২৪ জন প্রতিমন্ত্রী। তবে এর মধ্যে অনেক মন্ত্রীর একাধিক মন্ত্রক রয়েছে। শিবসেনা ও আকালি দলকে বিচ্ছিন্ন করার পরে এবং রাম বিলাস পাসওয়ানের মৃত্যুর পরে মন্ত্রিপরিষদের মন্ত্রীর সংখ্যা নেমে এসেছে ২১-এ। একজন প্রতিমন্ত্রীও মারা গিয়েছেন। করোনার কারণে বেশ কয়েকমাস থমকে থাকার পর অবশেষে বুধাবার সন্ধ্যা ৬ টা জানা যাবে মোদীর মন্ত্রিসভার নতুন সদস্যদের নাম।