রাতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিস (Delhi Police)। তবে সেখানে পৌছে দেওয়াল পরিষ্কারই দেখা যায়। পুলিসের অনুমান, ঘটনাস্থানে পৌঁছনোর আগেই কেউ দেওয়াল পরিষ্কার করে দিয়েছে।

রাতে অভিষেকের বাড়ির দেওয়ালে কালি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
ফাইল চিত্র

|

Dec 11, 2020 | 4:14 PM

নয়া দিল্লি: রাতের অন্ধকারে ডায়মন্ড হারবারের সাংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র দিল্লির বাড়ির দেওয়ালে কালি লেপে দিল কিছু অজ্ঞাত পরিচয় যুবক।

দিল্লির ১৮৩ নম্বর,সাউথ অ্যাভিনিউয়ের বাড়িতে বৃহস্পতিবার রাতে একদল যুবককে দেওয়ালে কালি লাগাতে দেখা যায়। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা যায়। সমস্ত ঘটনাটির একটি ভিডিয়ো ভাইরাল হয়।

খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিস (Delhi Police)। তবে সেখানে পৌছে দেওয়াল পরিষ্কারই দেখা যায়। পুলিসের অনুমান, ঘটনাস্থানে পৌঁছনোর আগেই কেউ দেওয়াল পরিষ্কার করে দিয়েছে। এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না করা হলেও ঘটনার নিন্দা করেছে তৃণমূল।

সাংসদ সৌগত রায় বলেন,”অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এটা বিজেপিই করেছে। রাতের অন্ধকারে হামলা করাই ওদের সংস্কৃতি। এসব করে তৃণমূলকে ভয় দেখানো যাবে না”। যদিও বিজেপির তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন,”কে করেছে জানা নেই। এটা আমাদের সংস্কৃতি নয়।”

আরও পড়ুন: “দু’আনার নেতারা পার্টি করছে বাংলায়”, বিজেপিকে নতুন বাণে বিঁধলেন মহুয়া