নয়া দিল্লি: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র। যার মধ্যে পদ্মশ্রী প্রাপকের তালিকায় রয়েছে ৪ বঙ্গসন্তান। আবার পদ্মভূষণ সম্মানে ভূষিত হতে চলেছেন আরেক বঙ্গসন্তান তথা জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। আবার পদ্মবিভূষণ পাচ্ছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
বৃহস্পতিবার পদ্ম প্রাপকদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। যার মধ্যে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হচ্ছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, অভিনেতা চিরঞ্জীবী এবং বৈজয়ন্তীমালাকে। এছাড়া এই তালিকায় রয়েছেন বিন্দেশ্বর পাঠক এবং পদ্মা সুব্রহ্মণ্যম। বিন্দেশ্বর পাঠক মরণোত্তর সম্মান পাবেন। আবার পাবলিক টয়লেট ব্যবস্থায় বিপ্লব আনার জন্য বিখ্যাত সুলভ পাঠকও এই সম্মান পাচ্ছেন।
অন্যদিকে, ১৭ জন পদ্মভূষণ প্রাপকদের মধ্যে রয়েছেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং ফক্সকনের চেয়ারম্যান ইয়াং লিউ।
সাধারণতন্ত্র দিবসের আগের রাতে পদ্মপ্রাপকদের নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৭ জন পদ্মভূষণ পাচ্ছেন।