African Swine Fever Outbreak in Mizoram: রাতারাতি মারা গেল ৩৭ হাজার শূকর, আফ্রিকান সোয়াইন ফিভার নিয়ে আতঙ্ক
African Swine Fever Outbreak in Mizoram: গত ২৫ মে মিজোরামের পশুপালন দফতরের তরফে তথ্য প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে জানানো হয় যে মার্চ মাস থেকেই রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার ছড়িয়ে পড়েছে। বিগত দুই মাসের মধ্যে ৩৭ হাজারেরও বেশি শূকরের মৃত্যু হয়েছে।
আইজল: করোনার পর ফের নতুন সংক্রমণ। এবার দেশে খোঁজ মিলল আফ্রিকান সোয়াইন ফিভারের। মঙ্গলবারই মিজোরাম সরকারের তরফে জানানো হয় যে রাজ্যে আফ্রিকান সোয়াইন ফ্লু বা ফিভার ছড়িয়ে পড়েছে। এর জেরে এখনও অবধি প্রায় ৩৭ হাজার শূকর মারা গিয়েছে। রাজ্য় সরকারের তরফে শীঘ্রই এই সংক্রমণকে ‘রাজ্য বিপর্যয়’ বলে ঘোষণা করা হবে বলে জানান এক মন্ত্রী।
মঙ্গলবার মিজোরামের পশুপালন ও ভেটেরেনারি মন্ত্রী ডঃ কে বেইচুয়া জানান, মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা ইতিমধ্যেই সোয়াইন ফিভারকে রাজ্য বিপর্যয় হিসাবে ঘোষণা করার অনুমতি দিয়েছেন। শীঘ্রই এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।
গত ২৫ মে মিজোরামের পশুপালন দফতরের তরফে তথ্য প্রকাশ করা হয়। সেই বিবৃতিতে জানানো হয় যে মার্চ মাস থেকেই রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভার ছড়িয়ে পড়েছে। বিগত দুই মাসের মধ্যে ৩৭ হাজারেরও বেশি শূকরের মৃত্যু হয়েছে। এর জেরে রাজ্যে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই দুই মাস সময়ের মধ্যে কমপক্ষে ১৪ হাজার ১৭৪ শূকরকে মারা হয়েছে, যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।
সরকারি তথ্য অনুযায়ী, এখনও অবধি আফ্রিকান সোয়াইন ফিভারে কমপক্ষে ৩৮৯০ শূকর মারা গিয়েছে এবং ৩২৬৪ শূকরকে মেরে ফেলা হয়েছে। রাজ্য পশুপালন মন্ত্রী কে বেইচুয়া জানান, যে সমস্ত পশুপালকদের শূকর মেরে ফেলা হয়েছে, তাঁদের প্রশাসনের তরফে টাকা দেওয়া হবে। জানা গিয়েছে, মিজোরামের সাতটি জেলার কমপক্ষে ৫০টি গ্রামে এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে।