উত্তর প্রদেশেও দলবদল! ৯ বিধায়কের অখিলেশ সাক্ষাতে চরমে জল্পনা
৯ জন বহুজন সমাজ পার্টির বিধায়ক মঙ্গলবার সকালেই সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন।
নয়া দিল্লি: এক বছরের মধ্যে উত্তর প্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচন। করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তর প্রদেশের শাসক দল বিজেপির ভাবমূর্তি নষ্ট হয়েছে। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তার মধ্যেই উত্তর প্রদেশের রাজনীতিতে চরম ডামাডোল। সূত্রের খবর, ৯ জন বহুজন সমাজ পার্টির বিধায়ক মঙ্গলবার সকালেই সমাজবাদী পার্টির প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। যা উত্তর প্রদেশের রাজনৈতিক স্তরে বড়সড় রদবদলের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
২০১৭ বিধানসভা নির্বাচনে ১৯টি আসনে জয়ী হয়েছিল বহুজন সমাজ পার্টি। যার মধ্যে উপ নির্বাচনে একটি আসন হারায় মায়াবতীর দল বিএসপি। অর্থাৎ উত্তর প্রদেশ বিধানসভায় বিএসপি বিধায়ক ছিলেন ১৮ জন। যার মধ্যে বিগত ৪ বছরে ১১ জনকে বহিষ্কার করেছেন মায়াবতী। ফলে এখন উত্তর প্রদেশ বিধানসভায় বিএসপি বিধায়কের সংখ্যা ৭। কিন্তু বিএসপি বিধায়কদের বিধায়ক পদ এখনও বাতিল হয়নি।
সম্প্রতি সিনিয়র বিএসপি নেতা লালজি বর্মা ও রাম আচল রাজভরকে দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কার করেছেন মায়াবতী। যদিও এই ২ জন মঙ্গলবার অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেননি বলেই জানা গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএসপির লস মানেই সমাজবাদী পার্টির লাভ। কারণ এসপি-বিএসপি জোট কাজ না করার পর ক্রমেই মায়াবতীর হাত ছেড়ে অখিলেশের হাত ধরেছেন রাজনীতিকরা। গত পঞ্চায়েত নির্বাচনেও তার লাভ পেয়েছে সমাজবাদী পার্টি। আগামী বিধানসভা নির্বাচনের আগে যদি আরও নেতা বহুজন সমাজ পার্টি ছেড়ে সমাজবাদী পার্টিতে যান, তাহলে অখিলেশের জন্যই তা ভাল মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: প্রতিবাদ মানেই সন্ত্রাস নয়, ৩ সিএএ আন্দোলনকারীকে জামিন দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের