প্রতিবাদ মানেই সন্ত্রাস নয়, ৩ সিএএ আন্দোলনকারীকে জামিন দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের

প্রায় ১ বছরেরও বেশি সময় পর হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও পাসপোর্ট জমা নিয়ে জামিনের নির্দেশ দিয়েছে।

প্রতিবাদ মানেই সন্ত্রাস নয়, ৩ সিএএ আন্দোলনকারীকে জামিন দিয়ে পর্যবেক্ষণ হাইকোর্টের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jun 17, 2021 | 5:02 PM

নয়া দিল্লি: কোনটা প্রতিবাদ আর কোনটা সন্ত্রাসী কার্যকলাপ তা বুঝতে হবে। কার্যত এই পর্যবেক্ষণের ভিত্তিতে সিএএ বিরোধী আন্দোলনে অভিযুক্ত ৩ জনকে জামিন দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। ২০২০ সালে দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনের মাধ্যমে হিংসা ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন মহিলা অধিকার সংরক্ষণ গ্রুপ পিঞ্জরা তোড়ের নাতাশা নরওয়াল, দেবাঙ্গনা কলিতা ও জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইকবাল তনহা। তখন জামিন দিতে অরাজি হয়েছিল কোর্ট।

প্রায় ১ বছরেরও বেশি সময় পর হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল, বিচারপতি অনুপ জয়রাম ভম্বানির বেঞ্চ ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ড ও পাসপোর্ট জমা নিয়ে জামিনের নির্দেশ দিয়েছে। পর্যবেক্ষণে বেঞ্চ জানিয়েছে, প্রতিবাদের অধিকার ও সন্ত্রাসমূলক কাজের মধ্যে বিচ্যুতি রেখাটা ঝাপসা হয়ে যাচ্ছে। এই মনোভাব যদি আকর্ষিত করে, তাহলে তা গণতন্ত্রের জন্য সবচেয়ে খারাপ দিন হবে।

নাতাশা নরওয়াল ও দেবাঙ্গনাকে গত বছরের ফেব্রুয়ারি মাসে দিল্লির উত্তর-পূর্বাংশে ষড়যন্ত্র করার অভিযোগ এসেছিল। তারও আগে জ়ফরবাদ এলাকায় হিংসা ছড়ানোর অভিযোগে জামিন পেয়েছিলেন ওই দু’জন। এর আগে গত মাসে বাবা সিপিএম নেতা মহাবীর নরওয়ালের শেষকৃত্যের জন্য ৩ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন নাতাশা। আসিফ ইকবাল তনহাকেও এই মাসে পরীক্ষা দেওয়ার জন্য় অন্তর্বর্তী জামিন দিয়েছিল হাইকোর্ট।

আরও পড়ুন: কাকা-ভাইপোর ঝগড়ায় পার্টির সব পদ হারাবেন চিরাগ? জল্পনা তুঙ্গে