‘গান বাকি রয়ে গেল…’, জুবিনের জন্মদিনে অসমে জিৎ গঙ্গোপাধ্যায়
জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বহু বছরের বন্ধুত্ব জুবিন গর্গের। দুই বন্ধুর জুটি বেঁধে অসংখ্য গান উপহার দিয়েছেন। যা কিনা আজও বাংলা সিনেমার সুপারহিট গানের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেয়। সেই প্রিয় বন্ধুকে হারিয়ে আজও তাঁর শূন্যতায় কেঁদে ওঠেন জিৎ। আর তাই তো প্রয়াত বন্ধুর জন্মদিনে গুয়াহাটিতে ছুটলেন জিৎ। জুবিনের স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়ে উদযাপন করলেন দিনটি।

1 / 7

2 / 7

3 / 7

4 / 7

5 / 7

6 / 7

7 / 7
