আপনার অজান্তেই WhatsApp হ্যাক হয়ে গিয়েছে! জানেন কী কী হচ্ছে?
WhatsApp Hack: জানা গিয়েছে, এইক্ষেত্রে কোনও সেভড নম্বর থেকে আসছে মেসেজ। অনেকেই প্রশ্ন করতে পারেন, কোনও সেভড নম্বর থেকে কীভাবে আসছে নম্বর? তথ্য বলছে, এটা চলছে একটা চেন সিস্টেমে। কোনও একটা নম্বর হ্যাক হলেই নিঃশব্দে সেই নম্বর থেকে সব সেভড নম্বরেই চলে যাচ্ছে এই মেসেজ।

হোয়াটস অ্যাপের মাধ্যমে ফাঁদ পেতে অন্য কারও অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়টা কিন্তু নতুন নয়। এর আগে বিভিন্ন নম্বর থেকে এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক বা বিভিন্ন প্রস্তাব দিয়ে প্রতারণা করা হয়েছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে। বা কোনও ছবি বা কোনও সাধারণ লিঙ্ক। আর তাতে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছিল মোবাইল। আর এবার হ্যাকাররা যে নতুন ষড়যন্ত্র করছে তা আরও বিপজ্জনক। কারণ এবার শত্রু নিঃশব্দ। চুপচাপ তার কাজ সেরে ফেলছে। ঘুণাক্ষরে জানতেও পারছে না কেউ।
কিন্তু এবার কীভাবে কাজ করছে হ্যাকাররা? জানা গিয়েছে, এইক্ষেত্রে কোনও সেভড নম্বর থেকে আসছে মেসেজ। অনেকেই প্রশ্ন করতে পারেন, কোনও সেভড নম্বর থেকে কীভাবে আসছে নম্বর? তথ্য বলছে, এটা চলছে একটা চেন সিস্টেমে। কোনও একটা নম্বর হ্যাক হলেই নিঃশব্দে সেই নম্বর থেকে সব সেভড নম্বরেই চলে যাচ্ছে এই মেসেজ। আর তারপর সেই মেসেজে লেখা, ‘আমি তোমার একটি ছবি পেয়েছি’। সঙ্গে থাকছে একটা লিঙ্ক।
এই লিঙ্ক খুললেই তারা আপনার ফোন নম্বর লিখতে হবে। কারণ, এটাই আসলে হ্যাকারদের একটা ফাঁদ। এখানে ফোন নম্বর দিয়ে ভেরিফাই করলেই সব শেষ। কারণ, এর পরই হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে অন্য কারও অর্থাৎ হ্যাকারের হাতে। এই অবস্থায় হ্যাকার যা খুশি তার করতে পারে আপনার হোয়াটসঅ্যাপ থেকে। আর এদিকে আপনি জানতেও পারবেন না।
এখনও পর্যন্ত এই প্রক্রিয়া দেখা গিয়েছে শুধুমাত্র চেক প্রজাতন্ত্রেই। কিন্তু এই অবস্থা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার আগেই এর সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। কারণ, বিশেষজ্ঞদের ধারণা, এই ফাঁদ ধীরে ধীরে ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বেই।
