AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বড়দিনের উপহারে সাবধান! ভুলেও এই ৫টি জিনিস দেবেন না কাউকে

কিন্তু সেই উপহারই যদি সম্পর্কের অবনতি ঘটায় বা দুর্ভাগ্য ডেকে আনে, তবে তা উদ্বেগের বিষয়। বাস্তুশাস্ত্র ও প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, বড়দিনের শুভ মুহূর্তে বেশ কিছু জিনিস উপহার হিসেবে দেওয়া একেবারেই অশুভ বলে মনে করা হয়।

বড়দিনের উপহারে সাবধান! ভুলেও এই ৫টি জিনিস দেবেন না কাউকে
| Updated on: Dec 22, 2025 | 7:08 PM
Share

উৎসবের আনন্দ মানেই উপহারের ডালি। কিন্তু সেই উপহারই যদি সম্পর্কের অবনতি ঘটায় বা দুর্ভাগ্য ডেকে আনে, তবে তা উদ্বেগের বিষয়। বাস্তুশাস্ত্র ও প্রচলিত লোকবিশ্বাস অনুযায়ী, বড়দিনের শুভ মুহূর্তে বেশ কিছু জিনিস উপহার হিসেবে দেওয়া একেবারেই অশুভ বলে মনে করা হয়।

১. ধারালো বস্তু থেকে দূরে থাকুন: বড়দিনে উপহার হিসেবে কাউকে ছুরি, কাঁচি বা কোনও ধারালো অস্ত্র দেবেন না। এমনকি কোনো দাহ্য পদার্থও উপহার দেওয়া অনুচিত। মনে করা হয়, এ ধরণের জিনিস উপহার দিলে পারস্পরিক সম্পর্কের তিক্ততা বাড়ে।

২. দেবদেবীর মূর্তিতে নিষেধাজ্ঞা: বাস্তুশাস্ত্র বলছে, বড়দিনের মতো বিশেষ দিনে কাউকে কোনও দেবদেবীর মূর্তি বা ছবি উপহার দেওয়া ঠিক নয়। কারণ প্রতিটি মূর্তির আলাদা রক্ষণাবেক্ষণ ও নিয়ম থাকে, যা পালন না হলে হিতে বিপরীত হতে পারে।

৩. রুমাল বা পেন দেবেন না: উপহার হিসেবে রুমাল দেওয়া অমঙ্গলের প্রতীক বলে মনে করা হয়। এতে অশুভ শক্তির প্রভাব বাড়ে। একইভাবে পেন বা কলম উপহার দেওয়াও এড়িয়ে চলুন, কারণ এটি ব্যক্তিগত ভাগ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে অনেকের ধারণা।

৪. ব্যবসার ক্ষতি হতে পারে: বন্ধুকে উপহার দেওয়ার সময় খেয়াল রাখবেন তা যেন ব্যবসার সাথে যুক্ত কোনো সামগ্রী না হয়। বিশ্বাস করা হয়, এ ধরণের উপহার দিলে, যাকে দিচ্ছেন তাঁর ব্যবসায়িক লোকসান ডেকে আনতে পারে।

৫. জল ও কাঁটাযুক্ত গাছ: বাস্তু অনুসারে, একুইরিয়াম, ছোট ঝরনা বা কচ্ছপের মতো জিনিস উপহার দেওয়া থেকে বিরত থাকুন। এতে আর্থিক সমস্যার সম্ভাবনা থাকে। এছাড়া ক্যাকটাস বা যে কোনো কাঁটাযুক্ত গাছ উপহার দেবেন না, কারণ এটি সম্পর্কের মধ্যে কন্টক তৈরি করতে পারে।

বড়দিনে উপহার হিসেবে বই, সুগন্ধি মোমবাতি, চকোলেট বা সুন্দর কোনো ঘর সাজানোর জিনিস বেছে নিতে পারেন, যা ইতিবাচক শক্তির সঞ্চার করে।