Bike Taxi: গোপনাঙ্গে হাত দিয়েছে বাইকচালক, রাতের শহরে হেনস্থার অভিযোগ মডেলের
Sexual Assault: বাইক চালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এসেও ছিলেন। কিন্তু সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ২১ বছরের ওই যুবতী।
বেঙ্গালুরু: রাতের শহরে বাইক চালকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেলন এক যুবতী জানা গিয়েছে, ওই যুবতী পেশায় মডেল। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরবেন বলে বাইক ট্যাক্সি বুক করেছিলেন তিনি। সেই বাইক চালক তাঁকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এসেও ছিলেন। কিন্তু সেখানে তাঁকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ করেছেন ২১ বছরের ওই যুবতী। এর পরই বাইক চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন ওই মডেল। বুধবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
জানা গিয়েছে ওই যুবতী একজন ডাবিং আর্টিস্ট। তিনি মডেলিংও করেন। বেঙ্গালুরুর বাবুসাবপালয়া এলাকায় থাকেন তিনি। সেখানে ফিরবেন বলে জাক্কুর এলাকা থেকে একটি বাইক ট্যাক্সি বুক করেন। রাত তখন প্রায় সাড়ে ১০টা। বাইকচালক এসেছিলেন। কিন্তু ওটিপি দেওয়ার সময় বাইক চালক জানান, তার ফোন বন্ধ হয়ে গিয়েছে। তাই ওই যুবতীর থেকে ওটিপি নেননি তিনি। তখন যুবতীকে পথনির্দেশ চান বাইক চালক। তা যখন যুবতী দিচ্ছিলেন সে সময় পেছন থেকে যুবতীর গোপনাঙ্গে হাত দেন বলে অভিযোগ। এর পাশাপাশি অভিযুক্ত চালক যৌন হেনস্থা করেন বলেও অভিযোগ।
ওই যুবতী চিৎকার করলে সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত বাইক চালক। এর পর হেন্নুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মডেল। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ (এ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।