Modi Cabinet Expansion 2021: নতুন মন্ত্রক পেলেন শাহ, এক হল স্বাস্থ্য এবং রাসায়নিক সার, দফতর বণ্টনেও চমক নমোর

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Jul 08, 2021 | 12:31 AM

Modi Cabinet Expansion 2021: একনজরে দেখে নিন কোন মন্ত্রক এল কোন মন্ত্রীর হাতে...

Modi Cabinet Expansion 2021: নতুন মন্ত্রক পেলেন শাহ, এক হল স্বাস্থ্য এবং রাসায়নিক সার, দফতর বণ্টনেও চমক নমোর
ছবি- টুইটার

Follow Us

নয়া দিল্লি: নতুন মন্ত্রিসভা গঠনের কয়েক ঘণ্টার মধ্যেই ঠিক হয় গেল কে কোন মন্ত্রক পেতে চলেছেন। বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয়, ঘোষণা করা হয় নতুন মন্ত্রক বণ্টনের তালিকা।

একনজরে দেখে নিন কোন মন্ত্রক এল কোন মন্ত্রীর হাতে…

সমবায় মন্ত্রী (নয়া অতিরিক্ত মন্ত্রক)- অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী)
স্বাস্থ্য এবং রাসায়নিক সার মন্ত্রী- মনসুখ মাণ্ডব্য
রেল এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী- অশ্বিনী বৈষ্ণব
শিক্ষা এবং কারগরি মন্ত্রী- ধর্মেন্দ্র প্রধান
বস্ত্র, বাণিজ্য এবং খাদ্য মন্ত্রী- পীযূষ গোয়েল
নারী এবং শিশুকল্যাণ মন্ত্রী- স্মৃতি ইরানি
পেট্রোলিয়াম মন্ত্রী- হরদীপ সিং পুরী
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
তথ্য এবং সম্প্রচার, যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী- অনুরাগ ঠাকুর
দুগ্ধ এবং মৎস মন্ত্রী- পুরুষোত্তম রুপালা
গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী- গিরিরাজ সিং
খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী- পশুপতি পারস
শ্রমমন্ত্রী, পরিবেশ মন্ত্রী – ভূপেন্দ্র যাদব
আইনমন্ত্রী- কিরেন রিজিজু
সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী- জি কিষাণ রেড্ডি
সংসদীয় বিষয়ক, কয়লা এবং খনি মন্ত্রী- প্রহ্লাদ যোশী
ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী- নারায়ণ টাটু রাণে
বন্দর, জাহাজ, জলপরিবহন মন্ত্রী- সর্বানন্দ সোনোয়াল
ইস্পাত মন্ত্রী- রামচন্দ্র প্রসাদ সিং
ভারী শিল্প মন্ত্রী- মহেন্দ্র নাথ পাণ্ডে

অলংকরণ: অভীক দেবনাথ

আরও পড়ুন: কোন অঙ্কে চার সাংসদকে মন্ত্রিসভায় স্থান? বাবুলের জন্যও বিকল্প ভাবনা বিজেপির

এ বাদে পূর্ববর্তী মন্ত্রিসভায় যে যেই মন্ত্রকের দায়িত্বে ছিলেন তা অপরিবর্তিত রাখা হয়েছে। যেমন প্রতিরক্ষা, অর্থ বা সড়ক পরিবহন মন্ত্রীর দায়িত্ব আগের মতোই সামলাবেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণ ও নীতীন গড়করি। কৃষি ও বিদেশ মন্ত্রকের দায়িত্বও আগের মন্ত্রীদের হাতেই রাখা হয়েছে।

বাংলার ৪ সাংসদ

শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী- সুভাষ সরকার
বন্দর, জাহাজ, জলপরিবহন মন্ত্রকের প্রতিমন্ত্রী- শান্তনু ঠাকুর
সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী- জন বার্লা
স্বরাষ্ট্র, যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী- নিশীথ প্রামাণিক

আরও পড়ুন: ৭ ঘণ্টায় ভোলবদল, যুব মোর্চার পদ থেকে ইস্তফা প্রত্যাহার সৌমিত্রর

 

Next Article