নয়া দিল্লি: বিভিন্ন ইস্যুতে একে অপরকে বাক্য বাণে বিঁধতে ছাড়েন না দুই বিরোধী দলের প্রধান। তবে জন্মদিনে সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) শুভেচ্ছা জানাতে ভুললেন না নরেন্দ্র মোদী (Narendra Modi)। দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলনেত্রীর জন্মদিনে টুইট করে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা শ্রীমতি সোনিয়া গান্ধীকে। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তবে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয় সোনিয়ার জন্মদিনে শুভ কামনা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিও।
Birthday greetings to Smt. Sonia Gandhi Ji. May God bless her with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 9, 2020
টুইট করে কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী লিখেছেন, “ভারতের জাতীয় কংগ্রেস দলের প্রেসিডেন্ট শ্রীমতি সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।” তবে দেশের এহেন পরিস্থিতিতে কৃষক আন্দোলনের সমর্থনে জাতীয় কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী এবার জন্মদিন পালন না করার সিদ্ধান্ত নিয়েছেন।
Birthday greetings to the President of the Indian National Congress party Smt. Sonia Gandhi Ji. May you be blessed with good health and long life.
— Nitin Gadkari (@nitin_gadkari) December 9, 2020
কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল প্রত্যেক প্রদেশ কংগ্রেসে চিঠি পাঠিয়ে কোনও রকম উদযাপন করতে নিষেধ করেছেন। তিনি প্রত্যেক প্রদেশ কংগ্রেস সভাপতিকে নির্দেশ দিয়েছেন যেন কোনও কেক কাটার উৎসব না হয়।
আরও পড়ুন: “মুখ্যমন্ত্রী পদে থাকব কিনা, ঠিক করুন আপনারা”, রাজ্যবাসীকে বার্তা ব্যথিত বিপ্লব দেবের