পাশের বাড়িতে খেলতে যাওয়ার ‘অপরাধে’ মেয়েকে ভয়ানক শাস্তি মায়ের
মহিলার (Woman) বয়স ৩৫ বছর। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা রুজু হয়েছে। জঘন্যতম ঘটনার সমালোচনা করেন বহু মানুষ।
বেঙ্গালুরু: মর্মান্তিত ঘটনার সাক্ষী থাকল বেঙ্গালুরু (Bengaluru)। মেয়ের হাত পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, গত মাসে ঘটনাটি ঘটলেও সকলের চোখ এড়িয়ে যায়। বাড়িতে ৯ বছরের মেয়েকে (Daughter) রেখে বাইরে কাজে গিয়েছিলেন মা। বাড়ি ফিরে দেখেন মেয়ে বাড়িতে নেই। জানা যায়, পাশের বাড়িতে খেলতে গিয়েছে মেয়ে। এই সামান্য দোষের কারণে মোমবাতি দিয়ে ছোট্ট মেয়ের হাত পুড়িয়েছিল মা।
পোড়া জায়গাটির অবনতি হলে চিকিৎসার জন্য যেতে হয় হাসপাতালে। তখনই ঘটনাটি প্রকাশ্যে আসে। ডাক্তার সন্দেহ করলে মা বলেন, খেলার সময় হাতে আঘাত পেয়েছে মেয়ে। পরে এক পুলিশ কর্মী ৯ বছরের মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে মায়ের কীর্তি। পাশের বাড়িতে খেলতে যাওয়ায় হাত পুড়িয়ে দিয়েছে মা। ঘটনার কথা শুনে স্তম্ভিত হাসপাতালের কর্মীরা।
মহিলার বয়স ৩৫ বছর। ইতিমধ্যেই তার বিরুদ্ধে ৩২৪ ধারায় মামলা রুজু হয়েছে। জঘন্যতম ঘটনার সমালোচনা করেন বহু মানুষ। জানা গিয়েছে, হাত পোড়ানোর পাশাপাশি মেয়েকে বেধড়ক মারধর করেছে মা। মহিলার দুই মেয়ে। স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর ৯ বছরের ছোট মেয়েকে আলাদা থাকেন তিনি। স্বামীর সঙ্গে থাকে বড় মেয়ে।