নয়া দিল্লি: সোমবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Monsoon Session of Parliament)। করোনাকালে এ বারের অধিবেশন যাতে সফল হয়, তারজন্য রবিবারই সর্বদলীয় বৈঠক করা হয়। সেখানে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, সমস্ত রাজনৈতিক দলের কথাই শোনা হবে অধিবেশনে।
বাদল অধিবেশনে একদিকে সরকারের যেমন ৩০টি বিল আনার প্রস্তাব রয়েছে, তেমনই আবার বিরোধীরা পেট্রপণ্যের দাম,. করোনা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে সরব হবেন বলেই জানা গিয়েছে। আগামী ১৩ অগস্ট অবধি চলা এই অধিবেশনে সরকার দুটি অর্থ সংক্রান্ত বিল ছাড়াও ২৮টি বাণিজ্যিক বিল পেশ করতে পারে।
এই বিলগুলির মধ্যে অন্যতম হল- অভিভাবক ও প্রবীণ নাগরিকদের দেখভাল (সংশোধনী) বিল ২০১৯, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফুড টেকনোলজি এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট বিল, ২০১৯ (রাজ্যসভায় পাস হয়েছে), সমুদ্রপথে সাহায্য ও দিক নির্দেশক বিল,২০২১ (লোকসভায় পাস হয়েছে) , অপ্রাপ্তবয়স্কদের বিচার (দেখভাল ও সুরক্ষা) সংশোধনী বিল ২০২১ (লোকসভায় পাস), সারোগেসি বিল, কয়লাখনি অঞ্চল (অধিগ্রহণ ও উন্নয়ন) সংশোধনী বিল, ক্যান্টনমেন্ট বিল ২০২১, ভারত আন্টার্টিকা বিল ২০২১, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল ২০২১, ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ফরেস্ট ম্যানেজমেন্ট বিল ২০২১, পেট্রোলিয়াম ও খনিজ পাইপলাইন (সংশোধনী) বিল ২০২১, মানব পাচার (প্রতিরোধ, সুরক্ষা, পুনর্বাসন) বিল ২০২১ প্রমুখ।
Prime Minister, Sir. True. You did TAKE PART.
The #Parliament meeting lasted for 2 hours and 40 minutes.
We had the pleasure of your company for 9 minutes.
You listened for 3 minutes.
Allowed the photographers/video cams in for 2 minutes.
And spoke to us for 4 minutes. https://t.co/oZhFrGjjiV
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 18, 2021
গতকালই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বিরোধীদের সঙ্গে সমস্ত ইস্যু নিয়েই আলোচনায় প্রস্তুত সরকার। আগামী ২০ জুলাই প্রধানমন্ত্রী করোনা মোকাবিলা নিয়ে লোকসভা ও রাজ্যসভায় বক্তব্য রাখবেন বলেও জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। যদিও তৃণমূলের তরফে এর কটাক্ষ করে রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইটে লেখেন, “সাংসদরা করোনা নিয়ে কোনও কনফারেন্স রুমে প্রধানমন্ত্রী বা এই সরকারের কাছ থেকে কোনও পাওয়াপয়েন্ট প্রেজেন্টেশন চায় না। অধিবেশন কক্ষে কথা বলুন।”
Prime Minister, Sir. True. You did TAKE PART.
The #Parliament meeting lasted for 2 hours and 40 minutes.
We had the pleasure of your company for 9 minutes.
You listened for 3 minutes.
Allowed the photographers/video cams in for 2 minutes.
And spoke to us for 4 minutes. https://t.co/oZhFrGjjiV
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 18, 2021