কবে দিল্লি দখল করবে মৌসুমি বায়ু? পূর্বাভাস হাওয়া অফিসের

Monsoon Update: কোনওভাবেই ৭ জুলাইয়ের আগে মৌসুমি বায়ুর এগিয়ে যাওয়া সম্ভব নয়।

কবে দিল্লি দখল করবে মৌসুমি বায়ু? পূর্বাভাস হাওয়া অফিসের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 8:47 AM

নয়া দিল্লি: উত্তর ভারতে এখনও বৃষ্টি আসতে দেরি। আগের পূর্বাভাসের সঙ্গে মিলছে না বর্তমান পরিস্থিতি। তাই হালকা চালে দিল্লির দিকে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ৭-৮ জুলাইয়ের পরিবর্তে হাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে মৌসুমি বায়ু পৌঁছতে পারে ১০ জুলাই। মৌসম ভবনের (IMD) মতে, বঙ্গোপসাগর থেকে নিম্ন আর্দ্র বায়ু ৮ জুলাই বয়ে যাবে। ১০ জুলাইয়ের মধ্যে তা পঞ্জাব, হরিয়ানায় ঢুকে পড়বে।

এরপর থেকেই উত্তর ভারতে বৃষ্টি শুরু হবে। আইএমডি জানিয়েছে, পরিবর্তিত পরিস্থিতির জন্য উত্তর পশ্চিম ও মধ্য ভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে। সামগ্রিক ভাবে সারা জুলাই জুড়ে দেশে যথেষ্ট বৃষ্টি হবে। তবে মধ্য, পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখন কোনওভাবেই ৭ জুলাইয়ের আগে মৌসুমি বায়ুর এগিয়ে যাওয়া সম্ভব নয়।

ভারতে বিগত ৫০ বছর ধরে ৯৬ থেকে ১০০ শতাংশ গড় বৃষ্টিপাত হয়। বর্ষাকালের ৪ মাসে বৃষ্টি হয় ৮৯ সেন্টিমিটার। এ বার মৌসুমি বায়ুর অস্বাভাবিকতা না থাকায় ভূ বিজ্ঞান মন্ত্রী রাজীবন বলেছিলেন, “এটা দেশের জন্য অত্যন্ত ভাল খবর কৃষিতে এর দারুণ প্রভাব পড়বে।” ভূ-বিজ্ঞান মন্ত্রক ছাড়াও স্কাইমেটও স্বাভাবিক মৌসুমি বৃষ্টিরই পূর্বাভাস করেছিল। তাদের পূর্বাভাস অনুযায়ী ১০৩ শতাংশ বৃষ্টি হতে পারে। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন: ৬৫ শতাংশ যাত্রী নিয়ে উড়বে বিমান, নয়া নির্দেশিকা কেন্দ্রের