৬৫ শতাংশ যাত্রী নিয়ে উড়বে বিমান, নয়া নির্দেশিকা কেন্দ্রের
নয়া নির্দেশিকা ৩১ জুলাই পর্যন্ত কার্যকরী থাকবে। ততদিন পর্যন্ত অন্য কোনও নির্দেশিকা না এলে ৬৫ শতাংশ আসন নিয়েই উড়বে বিমান।
নয়া দিল্লি: যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা বাড়াল কেন্দ্র। করোনা (COVID 19) আবহে সংক্রমণ রুখতে আসন সংখ্যা সীমিত করেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই উড়ছিল বিমান। তবে এ বার আসন সংখ্যা ৬৫ শতাংশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনার প্রথম ঢেউয়ের পরে আনলকের সময় বেড়েছিল বিমানের আসন সংখ্যা। ৩১ মে পর্যন্ত ৮০ শতাংশ আসনেই উড়েছিল বিমান।
এরপর ২৮ মে-এর নির্দেশিকা অনুযায়ী, পয়লা জুন থেকে আসন সংখ্যা কমে ৫০ শতাংশ হয়ে যায়। তখন সারা দেশে আছড়ে পড়েছিল দ্বিতীয় ঢেউ। তাই কম সংখ্যক আসন নিয়েই উড়ছিল যাত্রীবাহী বিমান। আসন সংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে তাই ভাড়াও বাড়িয়েছিল বিমান সংস্থাগুলি। তবে এ বার দ্বিতীয় ঢেউয়ের একেবারে শেষে এসে বাড়ল যাত্রী সংখ্যায় অনুমোদন।
কেন্দ্র জানিয়েছে, এই নয়া নির্দেশিকা ৩১ জুলাই পর্যন্ত কার্যকরী থাকবে। ততদিন পর্যন্ত অন্য কোনও নির্দেশিকা না এলে ৬৫ শতাংশ আসন নিয়েই উড়বে বিমান। উল্লেখ্য, দেশের একাধিক রাজ্য এখন দ্বিতীয় ঢেউয়ে আনলক পর্যায়ে রয়েছে। আসতে আসতে স্বাভাবিক হচ্ছে গণপরিবহণ। তবে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউও। বিশেষজ্ঞদের পূর্বাভাস, অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই পরিস্থিতির জন্য আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: ‘…অপরাধীকে গুলি করার একটা প্যাটার্ন থাকা উচিত’, মত অসমের মুখ্যমন্ত্রীর
⇜ TV9 EXCLUSIVE: না পড়লেই নয় ⇝