AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: প্রধানমন্ত্রী মোদীর প্রসঙ্গে হিংসাত্মক, কুরুচিকর মন্তব্য কংগ্রেস নেতার

রাহুল গান্ধী একদিকে 'ভারত জোড়ো যাত্রা' করছেন, অন্যদিকে রাজা পাতেরিয়ার মন্তব্যে কংগ্রেসের 'প্রকৃত মুখ' প্রকাশ্যে চলে এসেছে বলেও তোপ দাগেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

PM Modi: প্রধানমন্ত্রী মোদীর প্রসঙ্গে হিংসাত্মক, কুরুচিকর মন্তব্য কংগ্রেস নেতার
নরেন্দ্র মোদী ও রাজা পাতেরিয়া। ফাইল ছবি।
| Edited By: | Updated on: Dec 12, 2022 | 2:05 PM
Share

ভোপাল: ‘ভারত জোড়ো যাত্রা’-র মাধ্যমে দেশবাসীকে একসূত্রে গাঁথার চেষ্টা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর মধ্যেই মধ্যপ্রদেশের কংগ্রেস নেতার ‘প্রধানমন্ত্রীকে হত্যা করা’র হিংসাত্মক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। তবে এই কু-কথার প্রেক্ষিতে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠেছে। কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া এই মন্তব্য করার জন্য তাঁকে গ্রেফতারের দাবি তুলেছে বিজেপি। যদিও রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র মধ্যে রাজে পাতেরিয়ার এহেন মন্তব্যে যথেষ্ট বিপাকে পড়েছে কংগ্রেস।

ভাইরাল ভিডিওতে ঠিক কী আছে? মধ্যপ্রদেশের পান্না জেলার পাওয়াই শহরে এক জনসভায় বক্তৃত্বা পেশ করছেন কংগ্রেস নেতা তথা রাজ্যের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী রাজা পাতেরিয়া। সেই সময়ই সমবেত জনগণের উদ্দেশ্যে তিনি ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করা’র মতো হিংসাত্মক বিতর্কিত মন্তব্য করেন।

ঠিক কী বলেছেন কংগ্রেস নেতা? ভিডিওটিতে শোনা যাচ্ছে রাজা পাতেরিয়া বলছেন, “মোদী নির্বাচন প্রক্রিয়া শেষ করবেন। জাত, ধর্ম, ভাষার ভিত্তিতে মোদী বিভাজন করবেন। দলিত আদিবাসী এবং সংখ্যালঘুদের জীবন বিপদের মধ্যে রয়েছে। যদি সংবিধান বাঁচাতে চাও তাহলে মোদীকে হত্যা করার জন্য প্রস্তুত হও।”

রাজা পাতেরিয়ার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই সরব হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রীকে খুন করার প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে অবিলম্বে রাজা পাতেরিয়াকে গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। রাজা পাতেরিয়ার বিরুদ্ধে থানায় এফআইআর করার নির্দেশ দেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রাহুল গান্ধী একদিকে ‘ভারত জোড়ো যাত্রা’ করছেন, অন্যদিকে রাজা পাতেরিয়ার মন্তব্যে কংগ্রেসের ‘প্রকৃত মুখ’ প্রকাশ্যে চলে এসেছে বলেও তোপ দাগেন তিনি। এদিকে, মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে রাজা পাতেরিয়ার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। এপ্রসঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “এই মন্তব্য থেকেই স্পষ্ট যে, আজকের কংগ্রেস গান্ধীবাদী নয়, মুসোলিনি-মানসিকতাসম্পন্ন।” আবার রাজা পাতেরিয়ার এই মন্তব্য ‘অমার্জনীয় অপরাধ’ বলে জানিয়েছেন এক কেন্দ্রীয় মন্ত্রী। রাজা পাতেরিয়াকে ‘মানসিকভাবে সুস্থ নন’ বলে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী।

যদিও চরম বিতর্কের পর নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন কংগ্রেস নেতা রাজা পাতেরিয়া। তাঁর দাবি, ‘মার্ডার’ কথার মধ্যে দিয়ে তিনি ভোটে পরাজিত করার কথা বলতে চেয়েছেন। তিনি ‘গান্ধীজির অহিংসাবাদের অনুগামী’ বলেও জানিয়েছেন। তবে দলীয় নেতার মন্তব্যে যথেষ্ট বিপাকে পড়েছে কংগ্রেস।