Vande Bharat Express: গুজরাটে বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত বৃদ্ধা, এক মাসে ঘটল চতুর্থ দুর্ঘটনা
Vande Bharat Express: মঙ্গলবার বিকেলে গুজরাটের আনন্দের কাছে সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একজন ৫৪ বছর বয়সী মহিলার। এর আগে গত এক মাসে তিনবার গবাদী পশুর সঙ্গে ধাক্কা লেগেছিল ট্রেনটির।

আহমেদাবাদ: মঙ্গলবার বিকেলে গুজরাটের আনন্দের কাছে সেমি হাই-স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৃত্যু হল একজন ৫৪ বছর বয়সী মহিলার। রেলওয়ে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নিহতের নাম বিয়াট্রিস আর্চিবল্ড পিটার। এদিন বিকেল ৪টে বেজে ৩৭ মিনিটে দুর্ঘটনাটি আনন্দ রেলওয়ে স্টেশনের কাছেই এক জায়গায় লাইন পার হচ্ছিলেন ওই মহিলা। সেই সময়ই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
সূত্রের খবর, বিয়াট্রিস আর্চিবল্ড পিটার আদতে আহমেদাবাদের বাসিন্দা। তিনি আনন্দে এসেছিলেন তাঁর এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে। অন্যদিকে, গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে মুম্বাই সেন্ট্রাল স্টেশনের উদ্দেশে যাচ্ছিল বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেনটি। আনন্দ রেলওয়ে স্টেশনে এই ট্রেন থামে না। তাই প্রায় পূর্ণ গতিতেই চলছিল ট্রেনটি। ভালেজ ওভারব্রিজের কাছে ধাক্কা লাগে হতভাগ্য মহিলার। ঘটনার পরপরই সেখানে পৌঁছায় রেলওয়ে পুলিশ। এই ঘটনার বিষয়ে বিশদে তদন্ত করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বরই গান্ধীনগর ক্যাপিটাল স্টেশন থেকে বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন। তারপরে একমাসের কিছু বেশি সময় কেটেছে। এর মধ্যেই গবাদি পশুর সঙ্গে ধাক্কা লেগে তিন-তিনবার ট্রেনটির ক্ষতি হয়েছে। প্রথমে ৬ অক্টোবর, ভাটভা এবং মণিনগর রেলওয়ে স্টেশনের মধ্যে চারটি মহিষকে সঙ্গে ধাক্কা লেগে ট্রেনটির সামনের প্যানেলের ক্ষতি হয়েছিল। তার পরদিনই, অর্থাৎ ৭ অক্টোবর আনন্দ স্টেশনের কাছে ট্রেনটি একটি গরুকে ধাক্কা দিয়েছিল। এরপর, গুজরাটের অতুল রেল স্টেশনের কাছে বন্দে ভারত ট্রেন একটি ষাঁড়কে ধাক্কা দিয়েছিল।
এটি সম্পূর্ণ দেশীয়ভাবে তৈরি একটি আধা-উচ্চ গতির ট্রেন। বন্দে ভারত সিরজের প্রথম ট্রেনটির পথ চলা শুরু হয়েছিল ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি। নয়া দিল্লি থেকে বারাণসী পর্যন্ত যায় এই ট্রেনটি। ওই বছরই আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছিল নয়া দিল্লি-বৈষ্ণোদেবী রুটে। চলতি বছরে, মুম্বই সেন্ট্রাল-গান্ধীনগর ক্যাপিটাল, নয়া দিল্লি অম্ব-আন্ধুরা এবং চেন্নাই-মাইসুরু রুটে আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে।
