Covid Cases in Mumbai: মুম্বইতে কমল সংক্রমণ! আশার আলো বাণিজ্য নগরীতে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 08, 2022 | 9:40 PM

Covid Cases in Mumbai: মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়েছে, সেই তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেক কম। অক্সিজেনের প্রয়োজন হচ্ছে খুব কম রোগীর ক্ষেত্রেই।

Covid Cases in Mumbai: মুম্বইতে কমল সংক্রমণ! আশার আলো বাণিজ্য নগরীতে
মুম্বইতে জারি রয়েছে কড়া কোভিড বিধি। ছবি:PTI

Follow Us

মুম্বই : স্বস্তি ফিরছে কি না তা হয়ত এখনই বলা সম্ভব নয়, তবে মুম্বইতে (Mumbai) কিছুটা কমল দৈনিক আক্রান্তের (Daily Cases) সংখ্যা। শুক্রবার যে সংখ্যাটা ছিল ২০ হাজার ৯৭১, শনিবার সেটা কমে হয়েছে ২০ হাজার ৩১৮। বাণিজ্য নগরীতে করোনা (Covid 19) আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু হয়েছে ৫ জনের।

তবে গোটা মহারাষ্ট্রে (Maharashtra) আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। শনিবারের বুলেটিন অনুযায়ী, নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৪৩৪, যা শুক্রবারের তুলনায় কিছুটা বেশি। ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে ১৩ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে খবর, ৮২ শতাংশ রোগীর কোনও উপসর্গ নেই। শনিবার হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫৭ জন আক্রান্ত, যার মধ্যে ১০৮ জনকে অক্সিজেন দিতে হয়েছে।

বর্তমানে মুম্বই শহরে করোনার সক্রিয় রোগীর সংখ্যা এক লক্ষের বেশি। গোটা শহরে হাসপাতালে মোট বেডের সংখ্যা ৩৩ হাজার ৮০৩। আপাতত ২ হাজার ২৩৪ টি বেডে করোনা আক্রান্ত রোগী রয়েছেন বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর। সুস্থ হয়ে হাসপাতাল থেকে শনিবার ছাড়া পেয়েছেন ৬০০৩ জন। আপাতত সুস্থতার হার ৮৬ শতাংশ।

শুক্রবার মুম্বইতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৯৭১। মৃত্যু হয় ৬ জনের। তবে পরিসংখ্যান বলছে, মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা যে ভাবে বেড়েছে, সেই তুলনায় হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা অনেক কম। অক্সিজেনের প্রয়োজন হচ্ছে খুব কম রোগীর ক্ষেত্রেই। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, করোনা সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। কোভিড বিধি কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, সে ব্যাপারে মুখ্যমন্ত্রীই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

উল্লেখ্য, বাংলায় করোনা আক্রান্তের সংখ্যাও বাড়েনি খুব বেশি। শুক্রবার যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৮ হাজার ২১৩, সেখানে শনিবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা ১৮ হাজার ৮০২।

আরও পড়ুন :  5 State Elections Date: ভোটমুখী রাজ্যগুলিতে ডিজিটাল লড়াইয়ের রণকৌশল পদ্মের, যোগী রাজ্যেই আইটি সেলে ১৫ হাজার কর্মী

তবে গোটা দেশে আক্রান্তের গ্রাফ এখনও উর্ধ্বমুখী। শনিবার সকালের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৪১ হাজার ৯৮৬ জন। এর আগে শেষবার দৈনিক সংক্রমণ লাখের গণ্ডি পার করেছিল গত বছরের জুন মাসে। ৭ জুন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৩৬। এবার ফের লাখ পেরোতে শুরু করে আক্রান্তের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবেই করোনা আক্রান্তের সংখ্যা বিপুল হারে বৃদ্ধি পাচ্ছে দেশে।

আরও পড়ুন : Omicron In India: “হাসপাতালে ভরতির রেট কমলেও ভারতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনা কিন্তু উদ্বেগজনক!”

Next Article